অংশ নেয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ উলংগঙ্গ এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি।
রোববার দিনব্যাপী সিডনির অলিম্পিক পার্কে চলে ব্যাডমিন্টনে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। যার আয়োজক বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি।প্রতিযোগিতায় 'মিক্স ডাবলস' এবং 'মেনস ডাবলস' ক্যাটাগরিতে মোট ৩৭টি দল অংশ নেয়।
Source: Supplied
পুরুষ দ্বৈত বিভাগের শুরুতেই ছিল নক আউট পর্ব। যাতে অংশ নেয় ২০টি দল। নক আউট পর্বের জয়ী ১০টি দলকে নিয়ে শুরু হয় গ্রুপ পর্ব। যেখানে দুটি গ্রুপে পাঁচটি করে দল প্রতিদ্বন্ধিতা করে।
ফাইনালে ২-০ সেটে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আরাফাত- ফয়সাল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির রাফিদ- সানজিদ জুটি।মিক্সড ডাবলস বিভাগে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে সাদমান- রাফা জুটির কাছে হেরে যায় নিশাত- নিলয় জুটি। এই দুই দলের শিক্ষার্থীরাই ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।বিজয়ীদের হাতে পদক তুলে দেন এম আই এডুকেশনের ব্যবস্থাপনা পরিচালক এস রহমান সোহেল।
Source: Supplied
Source: Supplied
আয়োজক সংগঠন বাংলাদেশ সোসাইটি অফ ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির গণমাধ্যম সমন্বয়ক সায়মা জামান বলেন, "এটা একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট।"
"সিডনিতে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যোগাযোগ গড়ে তুলতেই এই আয়োজন।"