খুলনা ইউনিভার্সিটির বাৎসরিক পুনর্মিলনীর দিন ব্যাপী অয়োজনটি বয়সভেদে নানা রকম গেম ও ইভেন্টে সাজানো ছিল। এছাড়া সাংষ্কৃতিক অনুষ্ঠান, নানা রকম দেশীয় খাবার ও শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহন দিনটি স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠেছিল খুবিয়ানদের (খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কাছে।অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এবং খুবিয়ানদের পক্ষ থেকে মিঃ মাহবুব বাহার এসবিএস বাংলাকে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা পুরো অস্ট্রেলিয়াতে আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা এবং একত্রিত থাকার চিন্তা থেকেই এমন একটি আয়োজন করাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা এসোসিয়েশনের একটি কনস্টিটিউশন তৈরী করেছি এবং খুব শীঘ্রই নির্বাচনের মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠিত হবে।"এই এসোসিয়েশনের মাধ্যমে আমরা যেসব বিষয় অর্জন করতে চাচ্ছি তা হলো, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা, সহযোগিতা বৃদ্ধি করা, অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে বিভিন্ন তথ্যমূলক সহায়তা দেয়া, স্কলারশীপ বা সীমিত পর্যায়ে আর্থিক অনুদানের ব্যবস্থা করা এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় প্রজন্মের জন্য একটি শক্তিশালী কমিউনিটির ভিত্তি তৈরী করা।"মিঃ বাহার প্রতি বছরই এমন একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনের প্রত্যাশা করছেন।
The annual reunion of Khulna University Alumni Association took place on Sunday 22nd May in Sydney. Source: Mahbub Bahar
The annual reunion of Khulna University Alumni Association took place on Sunday 22nd May in Sydney. Source: Mahbub Bahar
The annual reunion of Khulna University Alumni Association took place on Sunday 22nd May in Sydney. Source: Mahbub Bahar
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
আরও দেখুন: