রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাম মন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এর আগে ভারতীয় সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে, অযোধ্যাতে রাম মন্দির নির্মাণ তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি বা ট্রাস্ট প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্দেশ অনুযায়ীই এই ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি।

Ram Temple

Source: Getty Images

বুধবার ভারতের লোকসভায় নরেন্দ্র মোদি বলেন, আমার সরকার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় দেওয়ার মাসখানেকের মধ্যেই রাম মন্দির ট্রাস্ট তৈরির ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার লোকসভায় তিনি জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সরকার একটা প্রকল্প তৈরি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে।এর নাম দেওয়া হয়েছে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এটি হবে স্বশাসিত।কেন্দ্রীয় মন্ত্রিসভায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে রাজি হয়েছে উত্তরপ্রদেশ।ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন,সবাই একই পরিবারের সদস্য।সবাইকে অযোধ্যায় রাম মন্দির গঠনে সাহায্যের জন্য আবেদন করছেন।
Indian Prime Minister Narendra Modi speaks during the unveiling of a museum at the old currency building in Kolkata, Eastern India, 11 January 2020.
Indian Prime Minister Narendra Modi. Source: AAP Image/EPA/PIYAL ADHIKARY
গত বছর নভেম্বরে অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দু মামলাকারীকে দেওয়ার পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে, সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এই রায়ে বলা তিন মাসের মেয়াদ সম্পূর্ণ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। তার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর এই ঘোষণা রাজনৈতিকভাবে তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। সংসদে ঘোষণা করে দেওয়া হয়েছে এনআরসি এখনই নয়। শাহিনবাগ নিয়ে মেরুকরণের যে তর্জা চলছে, রামমন্দির ইস্যু নতুন করে অক্সিজেন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

এই রায় দিতে গিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টকে গুরুত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত।এএসআই-এর রিপোর্টে বলা হয় যে খালি জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি।মসজিদের নীচে কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছে এবং এই কাঠামো ইসলামিক স্থাপত্য নয় বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে মন্দির ভেঙেই যে মসজিদ তৈরি হয়েছে এমন কোনও প্রমাণ এএসআই দিতে পারেনি।প্রধানমন্ত্রীর এই ঘোষণায় জয় শ্রীরাম স্লোগান ওঠে সংসদে। অযোধ্যায় বিশালাকৃতি মন্দির তৈরির জন্য সবার সমর্থনের আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Share
Published 6 February 2020 5:59pm
By Partha Mukhapadhdhaya
Presented by Abu Arefin

Share this with family and friends