নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা, ৪৯ জন নিহত, অস্ট্রেলিয়ান গ্রেপ্তার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে এই হামলায় ৪৯ জন নিহত হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন অস্ট্রেলিয়ানসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

People stand across the road from a mosque in central Christchurch, New Zealand, Friday.

People stand across the road from a mosque in central Christchurch, New Zealand, Friday. Source: AP

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১.৪৫ এ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে একজন বন্দুকধারী প্রবেশ করে এবং বেপরোয়া গুলি বর্ষণ করে। এর পরপরই ক্রাইস্টচার্চের লিনউড সাবার্বের লিনউড মসজিদেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
Police attempt to clear people from outside a mosque in central Christchurch, New Zealand,
Police attempt to clear people from outside a mosque in central Christchurch, New Zealand, Friday, March 15, 2019. Source: (AP Photo/Mark Baker)
এই ঘটনায় ৪৯ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজন অস্ট্রেলিয়ান নাগরিকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
A man reacts as he speaks on a mobile phone outside a mosque in central Christchurch, New Zealand.
A man reacts as he speaks on a mobile phone outside a mosque in central Christchurch, New Zealand. Source: AP
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জসিন্ডা আর্ডেন বলেন, এটি নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন।

বিস্তারিত পড়ুন এই

Follow SBS Bangla on .














Share
Published 15 March 2019 5:14pm
Updated 16 March 2019 8:27pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends