বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হতে মুসলমানদের বেশি করে এবাদত করতে বলেছে নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে আর্জি জানিয়েছেন রমজানে আরও বেশি করে ইবাদত করার জন্য।তিনি বলেছেন,মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা যাতে ঈদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।রবিবার বেতার অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েই কথা বলেছেন।ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন,দেশের প্রতিটি নাগরিক এই লড়াইয়ের যোদ্ধা।এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে।সবাই একে অপরের সাহায্য করছে। এমন মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে।কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন।কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন।করোনার বিরুদ্ধে এই লড়াই জনতা পরিচালিত।

Indian Muslims pray before breaking their fast on the first day of the fasting month of Ramadan

Indian Muslims pray before breaking their fast on the first day of the fasting month of Ramadan at Mecca Masjid in Hyderabad. (Getty Images) Source: Getty Images

Indian Prime Minister Narendra Modi.
Indian Prime Minister Narendra Modi. Source: AAP
করোনা মহামারি, লকডাউন, অর্থনৈতিক স্থবিরতা, এমনই গভীর এক প্রতিকূল পরিস্থিতিতে রোববার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।করোনা পরিস্থিতি নিয়ে এর আগে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন মোদি।সেখানে তিনি গরিব, পরিযায়ী শ্রমিক ও দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং সাধারণ মানুষকে লকডাউনের পরিস্থিতিতে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেছেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে।এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়।তাঁর কথায়,মাস্ক হবে সভ্য সমাজের নতুন পরিচিতি,মন কি বাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের এই কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়ানোয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সামাজিককর্মী, আশাকর্মী, স্বাস্থ্যকর্মীসহ নানা পেশার কর্মীরা যুক্ত হয়েছেন। আপনিও দেশসেবায় এগিয়ে আসতে পারেন,হয়ে উঠতে পারেন করোনা-যোদ্ধা।ভারতে করোনার বিরুদ্ধে লড়াই পিপল ড্রিভেন।এখানে জনতা লড়াই করছে, নেতৃত্বও দিচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,মাস্ক সভ্য সমাজের প্রতীক হয়ে যাবে।অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না।দো গজ কি দূরী,বড়ি হ্যায় জরুরি।করোনা আপনার বাড়িতে যায়নি, অফিসে যায়নি,মানে কাল যাবে না,এই মনোভাব রাখবেন না,বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।লকডাউনের পর প্রথম অনুষ্ঠানে করোনার সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠা দুজনের সঙ্গে রবিবার বেতার অনুষ্ঠান মন কি বাত-এ কথা বলেছেন তিনি।

 


Share
Published 26 April 2020 11:41pm
By Partha Mukhopadhyay
Presented by Abu Arefin

Share this with family and friends