Indian Prime Minister Narendra Modi. Source: AAP
ভারতের এই কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়ানোয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সামাজিককর্মী, আশাকর্মী, স্বাস্থ্যকর্মীসহ নানা পেশার কর্মীরা যুক্ত হয়েছেন। আপনিও দেশসেবায় এগিয়ে আসতে পারেন,হয়ে উঠতে পারেন করোনা-যোদ্ধা।ভারতে করোনার বিরুদ্ধে লড়াই পিপল ড্রিভেন।এখানে জনতা লড়াই করছে, নেতৃত্বও দিচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,মাস্ক সভ্য সমাজের প্রতীক হয়ে যাবে।অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না।দো গজ কি দূরী,বড়ি হ্যায় জরুরি।করোনা আপনার বাড়িতে যায়নি, অফিসে যায়নি,মানে কাল যাবে না,এই মনোভাব রাখবেন না,বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।লকডাউনের পর প্রথম অনুষ্ঠানে করোনার সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠা দুজনের সঙ্গে রবিবার বেতার অনুষ্ঠান মন কি বাত-এ কথা বলেছেন তিনি।