ইংরেজি নববর্ষের প্রাক্কালে বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেবেন হাজার হাজার মানুষ। সিডনি, মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বড় বড় সিটি ও বহু স্থানীয় কাউন্সিল উদ্যোগ নিয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের এবং জমকালো ফায়ারওয়ার্কস (আতশবাজি) পোড়ানোর।
আলোক-উৎসবের জন্য খ্যাতি রয়েছে সিডনি হারবার ব্রিজের। ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার সন্ধ্যায় এর নিচে অনুষ্ঠিত হবে জমজমাট অনুষ্ঠান। বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রতিবছর এখানে ছুটে আসেন নিউ ইয়ার্স ইভ উদযাপন করতে। এই দিন সন্ধ্যা থেকেই তারা মেতে ওঠেন আনন্দে। লেজার শোর চোখ-ধাঁধানো উৎসবের পাশাপাশি নানাভাবেই বরণ করা হয় ইংরেজি নববর্ষ।
২০১৯-২০ শুরু হবে ৩১ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে। এটি চলবে বুধবার, ১ জানুয়ারি ২০২০ রাত ১২.১৫ পর্যন্ত।
প্রায় ১.৬ মিলিয়ন ব্যক্তি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর জন্য ৫.৭৮ মিলিয়ন ডলার বাজেট রাখা হয়েছে।
সিডনি সিবিডির বাইরে প্যারামাটা পার্ক এবং ক্যাম্পবেলটাউনেও নিউ ইয়ার্স ইভ অনুষ্ঠান হবে এবং আতশবাজি পোড়ানো হবে।
নিউ ইয়ার্স ইভ অনুষ্ঠিত হবে কোশিগায়া পার্কে। এখানে দুটি ফায়ারওয়ার্ক ডিসপ্লে অনুষ্ঠিত হবে। টানা পাঁচ ঘণ্টা ব্যাপী চলবে নববর্ষ বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি ড্রাগ এবং অ্যালকোহল মুক্ত।মেলবোর্নে নিউ ইয়ার্স ইভ অনুষ্ঠিত হবে রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত। ফায়ারওয়ার্কস পোড়ানো হবে রাত ৯.৩০ এবং মধ্যরাতে।
Fireworks explode over the Princes Bridge during New Year's Eve celebrations in Melbourne, Tuesday, January 1, 2019. Source: AAP
সন্ধ্যা ছ’টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ফায়ারওয়ার্ক পোড়ানো হবে রাত ৯.৩০ এ। এই সুযোগে বুশফায়ারের জন্য অনুদান সংগ্রহ করবে স্যালভেশন আর্মি।
নিউ ইয়ার্স ইভের আয়োজন করছে ম্যারিবাইরনং সিটি কাউন্সিল। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ’টায় এবং চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত। ফায়ারওয়ার্ক হবে রাত সাড়ে ন’টায়। বেশ কয়েকটি স্থানে বিনামূল্যে এবং প্রবেশমূল্যে নিউ ইয়ার্স ইভ পালিত হতে যাচ্ছে।
People in Brisbane watch the New Year's Eve fireworks by the Brisbane River at Southbank, Brisbane, Monday, December 31, 2018. Source: AAP
ব্রিসবেনের রিভারল্যান্ড ভেন্যুর অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। সাউথ ব্রিসবেনের স্ট্যানলি সেইন্ট প্লাজায় অনুষ্ঠিত হবে আরও একটি অনুষ্ঠান।