নিউ সাউথ ওয়েলসে আরও একজনের কোভিড-১৯ সনাক্ত

সিডনি কোয়ারেন্টিন হোটেলে অবস্থানকারী আরও এক ব্যক্তির কোভিড-১৯ সনাক্ত করা হয়েছে। তবে, আইসোলেশনে থাকার কারণে কমিউনিটির জন্য কোনো ঝুঁকি নেই।

20210315001527539813-original.jpg
গত সপ্তাহে সিডনির যে হোটেলে একজন নিরাপত্তা-রক্ষীর কোভিড-১৯ সনাক্ত করা হয়েছিল, সেই একই হোটেলে আরও একটি নতুন সংক্রমণ সনাক্ত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস হেলথ বলেছে, বুধবার সেই ফিরে-আসা ভ্রমণকারী সেই সোফিটেল সিডনি ওয়েন্টওয়ার্থ হোটেলের ১১ তলায় কোয়ারেন্টিনে ছিলেন। সেখানে গত সপ্তাহে একজন অতিথির দ্বারা একজন নিরাপত্তা-রক্ষী সংক্রামিত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জেনোমিক সিকোয়েন্সিং করে জানা গেছে যে, এই তিনটি সংক্রমণের ঘটনার ক্ষেত্রেই ভাইরাসটির অতি উচ্চ-সংক্রামক ইউকে স্ট্রেইন রয়েছে।
ধারণা করা হচ্ছে যে, ৫ মার্চে হোটেলটিতে প্রথম অতিথির দ্বারা কোনোভাবে সংক্রামিত হন নিরাপত্তা-রক্ষী।

নিউ সাউথ ওয়েলস হেলথ বলছে, সেই একই তলার বাকি সমস্ত ফিরে-আসা ভ্রমণকারীকে পরীক্ষা করা হয়েছে এবং এখন পর্যন্ত তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে।

নিউ সাউথ ওয়েলস হেলথ এর একটি স্টেটমেন্টে বলা হয়েছে,

“সংক্রমণের প্রকৃতি নিয়ে অনুসন্ধান চলছে। তবে, নিউ সাউথ ওয়েলস হেলথ নিশ্চিত করতে পারে যে, রুমগুলোর মাঝে কোনো শেয়ার্ড এয়ারকন্ডিশনিং নেই। প্রতিটিরই নিজস্ব ইউনিট আছে। ইউনিটগুলোও করিডোরের সঙ্গে সংযুক্ত নয়।”

সেই সময়টিতে হোটেলটির সেই একই তলায় যারা থাকতেন কিংবা কাজ করতেন, তারা প্রত্যেকেই কোয়ারেন্টিনে আছেন।
সেই নিরাপত্তা-রক্ষীর ঘনিষ্ট ব্যক্তিদের সবাইকেই পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত তাদের সবার রেজাল্টই নেগেটিভ এসেছে। তারা সবাই ১৪ দিনের জন্য সেল্ফ-আইসোলেশনে আছেন।

সংক্রামিত ব্যক্তি কোয়ারেন্টিনে থাকায় প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, নতুন সংক্রমণের ঘটনাটি “সিডনির কোনো কিছুই পরিবর্তন করে না”।

তিনি বলেন,

“তারা বাইরে কোথাও যায় নি। তাই, কমিউনিটির জন্য ঝুঁকি খুবই সামান্য।”

“তবে, এটা বলার মানে হলো, আমরা এখনও উচ্চ মাত্রায় সতর্ক আছি, প্রথম ১৪ দিন অতিক্রম করা পর্যন্ত। আর, আমরা নিশ্চিত হতে পারবো যে, সবাইকে, যাদেরকে পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে, তারা যেন ততদিন পর্যন্ত নেগেটিভই থাকেন।”

তিনি বলেন,

“স্বাস্থ্য বিভাগ মনে করছে, তারা হোটেলে যাওয়ার পর সংক্রামিত হয়েছেন। তাই আমরা এ বিষয়ে পরিষ্কার। তারা যখন হোটেলে আসেন তখন তাদের মাঝে ভাইরাস ছিল না।”

এদিকে, সেইন্ট প্যাট্রিক’স ডে উৎসবে নিউ সাউথ ওয়েলস-এর বাসিন্দারা অবশেষে বার-এ দাঁড়িয়ে মদ্যপান করতে পারবেন। এ বিষয়ক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত মাসে।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

Please check the relevant guidelines for your state or territory:  .

Follow SBS Bangla on .

Share
Published 17 March 2021 3:13pm
Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS


Share this with family and friends