মনোনয়নের তালিকায় ছিল টেল ইট লাইক আ ওম্যান ছবির অ্যাপ্লজ গানটিও। সেই সব গানকে টেক্কা দিয়ে চূড়ান্ত দৌঁড়ে জয় ছিনিয়ে নিয়েছে চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর সৃষ্টি; যা তেলুগু ছবির ইতিহাসে নজির গড়েছে।
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি আরআরআর। তারপর থেকেই ক্রমাগত চর্চায় থেকেছে এই তেলুগু ছবি। বক্স অফিসে কুড়িয়েছে দর্শকের প্রশংসা। স্বীকৃতি পেয়েছে সমালোচকদের কাছেও। শুধু ছবিই নয়, ছবিকে ছাপিয়ে জনপ্রিয় হয়েছে নাটু নাটু গান। রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ভারতের হয়ে প্রথম অস্কার পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি। হাউ টু মেজার আ ইয়ার, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট - এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিয়েছে তামিল ভাষার এই তথ্যচিত্র। ভারত থেকে এই বছর ছিল তিনটি মনোনয়ন। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি অল দ্যাট ব্রিদ্স; যদিও অস্কার জিততে পারেন নি শৌনক সেন।
সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে জয়ের পর ইনস্টাগ্রামে গুনীত মোঙ্গা লিখেছেন, এই জয় সব নারীর জন্য। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে, যারা তার ক্ষত সারিয়ে পালন-পোষণ করে বড় করে তোলে। বোমান ও বেলির গোটা জীবনটাই আবর্তিত এই হস্তীশাবককে ঘিরে। তিন ত্রয়ী পারস্পরিক রসায়নকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক কার্তিকি গনসালভেস। প্রযোজনার দায়িত্ব সামলেছেন গুনীত মোঙ্গা। অস্কার জয়ের পর পরিচালক কার্তিকি গনসালভেস বলেছেন, তার মাতৃভূমি ভারতের জন্য।
এম এম কীরাবাণীর সুর ও ছন্দে নাটু নাটু খুব অন্য রকম গান। সুরে মিশে আছে দক্ষিণ ভারতের জনজীবনের পরশ, যা মন ছুঁয়েছে বিশ্ববাসীর। এই গান খুব কম সময়ের মধ্যে দেশের প্রিয় পার্টি-সং-এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছিল। ছন্দের দিক থেকেও আলাদা, নাটু নাটু। এই গান শুনতে শুনতে দর্শকের হৃদয় নেচে উঠতে বাধ্য। ভাষা না বুঝেও এই গানের তালে বিশ্ববাসী নেচে উঠেছেন।
শুধু শ্রুতির দিক থেকে নয়, নাটু নাটু গানের দৃশ্যও প্রশংসা পেয়েছে। কিইভের প্রেসিডেন্ট ভবনের সামনে এন টি আর জুনিয়র এবং রাম চরণের নাচের দৃশ্য কোরিয়োগ্রাফির দিক থেকেও নজর কেড়েছে। দুই নায়কের দুর্দান্ত নাচের তালমিলও নজর কেড়েছে সকলের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট, ব্যতিক্রম! নাটু নাটু গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মাণীয় পুরস্কার জেতার জন্য। এছাড়া ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম-এর শিরোপা-প্রাপ্ত ছবি, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই ছবিটি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেস। সে অর্থে এই পুরস্কারও ভারতেরই ঝুলিতে।
সোশ্যাল মিডিয়ায় চোখে রাখলেই টের পাওয়া যাচ্ছে সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের আবেগের কথা। ছোট থেকে বড় হয়েছেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে। সেই সঙ্গীত পরিচালক এখন অস্কারের মঞ্চে। সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে মুহূর্তকে ফ্রেমবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় সাজিয়ে রাখলেন আলিয়া ভট্ট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মতো তারকারা। আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি দেখে স্পষ্ট, আনন্দে প্রায় চিৎকার করছেন অভিনেত্রী। প্রসঙ্গত, আরআরআর ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। সেই কাজের জন্য হলিউডে স্বীকৃতিও পেয়েছে পর্দার গঙ্গুবাঈ।
নায়ক অজয় দেবগন অস্কারজয় উদযাপন করতে গিয়ে বলেছেন সিনেমার সেই চিরকালীন একক ভাষার কথা। শুধু আরআরআর-এর নাটু নাটুকেই তিনি অভিনন্দন জানান নি, সেইসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেসের তৈরি, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার ছিনিয়ে নেওয়ার কথা উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে অজয় দেবগনকে।
ভারত আপ্লুত-গর্বিত, অস্কারজয়ীদের শুভেচ্ছা মোদীর
ভারত আপ্লুত এবং গর্বিত। এভাবেই অস্কারজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯৫তম অস্কারের মঞ্চে মৌলিক সঙ্গীত বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছে আরআরআর ছবির গান নাটু নাটু। নাটু নাটুর জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাটু নাটুর। এটা এমন একটা গান, যেটা আগামী বহু বছর ধরে শ্রোতাদের মনে থেকে যাবে। এম এম কীরাবাণী এবং চন্দ্র বোস এবং পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।
এদিকে, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সম্মানের জন্য কার্তিকী এবং গুনীত-সহ পুরো টিমকে শুভেচ্ছা। তাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।
অন্যদিকে, দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স নিয়ে রাহুল গান্ধী বলেছেন, মাদুমালাই ফরেস্ট রিজার্ভ থেকে হাতি সংরক্ষণে ভারতের প্রচেষ্টার গল্পটি দেশের জন্য প্রশংসা এনে দিয়েছে এবং ভারতীয়কে গর্বিত করেছে। নাটু নাটুর প্রশংসায় কংগ্রেস নেতা বলেছেন, ভারত যে গানে নাচছে তা সত্যিই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পুরো আরআরআর টিমকে অভিনন্দন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: