অক্সফোর্ডে উদ্ভাবিত করোনাভাইরাসের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ বৃহস্পতিবার

করোনাভাইরাসের প্রাদূর্ভাবে গোটা বিশ্ব এখন পরিত্রাণের পথ খুঁজছে। ইতোমধ্যে প্রতিষেধকের খোঁজে নেমে পড়েছেন গবেষকরা। সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি প্রতিষেধক উদ্ভাবন করেছেন যার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখা হবে বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। এদিকে, একজন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন যে, যুক্তরাজ্য যে প্রতিষেধকটির পরীক্ষামূলক প্রয়োগ করে দেখতে যাচ্ছে, সেটির সাফল্যের সম্ভাবনা “খুবই কম”।

A team of experts at the University of Oxford working to develop a vaccine that could prevent people from getting COVID-19.

A team of experts at the University of Oxford working to develop a vaccine that could prevent people from getting COVID-19. Source: Sean Elias/PA Wire

যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনে নিজেদেরকে উজাড় করে দিতে প্রস্তুত যুক্তরাজ্য সরকার। এক প্রতিবেদনে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক এর বরাতে এ রকম সংবাদ উপস্থাপন করা হয়েছে।

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদেরকে সহায়তা করতে ২০ মিলিয়ন পাউন্ড প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এছাড়া, করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনের জন্য লন্ডনের ইম্পেরিয়াল কলেজের আরেকটি গবেষক দলকে ২২.৫ মিলিয়ন পাউন্ড সহযোগিতা প্রদানের ঘোষণার কথাও জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী।
যুক্তরাজ্যের -এ একটি প্রতিবেদনে বলা হয়, এই গবেষক দলের চিফ ইনভেস্টিগেটর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি এর প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, সরকারি অনুদানের এই অর্থ ব্যবহার করা হবে পরীক্ষামূলক প্রয়োগের কাজে।

এদিকে, একজন অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন যে, যুক্তরাজ্য যে প্রতিষেধকটির পরীক্ষামূলক প্রয়োগ করে দেখতে যাচ্ছে, সেটির সাফল্যের সম্ভাবনা “খুবই কম”।

ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিকোলাই পেট্রোভস্কি বলেন, এই গবেষণাটি উচ্চ পর্যায়ের পরীক্ষণমূলক এবং এর সাফল্যের সম্ভাবনা শতকরা ১০ ভাগেরও কম।

তিনি বলেন,

“এটি একটি অপরীক্ষিত প্রযুক্তি। এটি খুবই এক্সপেরিমেন্টাল। এটি ব্যর্থ হওয়ার অনেক উচ্চ ঝুঁকি রয়েছে। কারণ, এটি প্রতিষ্ঠিত হিউম্যান ভ্যাকসিন প্লাটফর্ম নয়।”

তার মতে, এই পরীক্ষামূলক প্রয়োগ সফল হলেও ব্যাপকভাবে এর উৎপাদন করা সম্ভব হবে না।

অক্সফোর্ডে উদ্ভাবিত এই প্রতিষেধকটির নামকরণ করা হয়েছে ChAdOx1 nCoV-19. আগামীকাল বৃহস্পতিবার লন্ডন, ব্রিস্টল, অক্সফোর্ড ও সাউদ্যাম্পটন রাজ্যের নির্বাচিত মোট ১,১১২ জন স্বেচ্ছাসেবকের মধ্য থেকে প্রথম পর্যায়ে ৫১০ জনের দেহে এটি প্রয়োগ করে দেখা হবে।

করোনাভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত যুক্তরাজ্যের প্রায় ১২৯ হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে প্রায় ১৭,৩৩৯ জন মারা গেছেন।
alc-covid-gatherings-bangla
Source: SBS
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

alc covid shopping bangla
Source: SBS


আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .

alc-covid-gatherings-bangla
Source: SBS


বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

alc covid ramadan bangla
Source: SBS
Follow SBS Bangla on .



Share
Published 23 April 2020 7:19pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends