ভারতের মহারাষ্ট্রে নাসিকের হাসপাতালে দমবন্ধ হয়ে ২২ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের নাসিকে হাসপাতালে ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। ভেন্টিলেশনে থাকা আরও ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মহারাষ্ট্রের সরকারের তরফে খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

A worker seen refilling medical oxygen cylinders at a charging station during the second wave of Covid-19 pandemic.

A worker seen refilling medical oxygen cylinders at a charging station during the second wave of Covid-19 pandemic. Source: AAP Image/Naveen Sharma / SOPA Images/Sipa USA

বুধবার দুপুরে মহারাষ্ট্রের নাসিকের ড. জাকির হুসেন হাসপাতালে এই বিপর্যয় ঘটে। হাসপাতাল সূত্রে খবর, এদিন দুপুরে অক্সিজেন ট্যাঙ্কার ভরতি করা হচ্ছিল। সেই সময় ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। সূত্রের খবর, ট্যাঙ্কারের ভালভে যান্ত্রিক সমস্যা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নি।

দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ জন রোগী। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন। বহু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী ডা. রাজেন্দ্র শিঙ্গানে বলেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিচ্ছি। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। জড়িতদের রেয়াত করা হবে না।
Medical oxygen cylinders at a charging station during the second wave of Covid-19 pandemic.
Medical oxygen cylinders at a charging station during the second wave of Covid-19 pandemic. Source: AAP Image/Naveen Sharma / SOPA Images/Sipa USA
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্যাঙ্কারে অক্সিজেন ভর্তি করা হচ্ছিল। সেই সময়ই ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, নাসিকে ট্যাঙ্কারে ভালভ লিক করে এই ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে অক্সিজেন লিক করেছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, নাসিকে যা ঘটেছে, তা ভয়ঙ্কর। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, করোনাকালে অক্সিজেন ট্যাঙ্কারের ঘাটতি দেখা গিয়েছে ভারতে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বিপজ্জনক। অক্সিজেনের অভাবে ধুঁকছেন অধিকাংশ রোগী। এদিকে অক্সিজেনের জোগানে ঘাটতি রয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতি আরও শোচনীয়। অক্সিজেনের অভাবে হাসপাতালে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। ইতোমধ্যে ৩১ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বাকি রোগীদের ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

Follow SBS Bangla on .


Share
Published 22 April 2021 9:56am
By Partha Mukhopadhyay

Share this with family and friends