নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর আলবুরিতে গত সোমবার নির্বাচনী প্রচারণায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন লিবারাল-কোয়ালিশন নেতা স্কট মরিসন।
সেখানে কান্ট্রি উইম্যান’স অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন। এক পর্যায়ে বয়স্কা নারীরা যখন স্কট মরিসনকে ঘিরে কথাবার্তা বলছিল তখন পেছন থেকে এক তরুণী তাকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে। ডিমটি তার মাথার পেছনে লাগলেও তা ভাঙে নি এবং এক পাশে ছিটকে যায়। নিরাপত্তা-কর্মীরা তখন ডিম নিক্ষেপকারী সেই তরুণীকে মাটিতে ফেলে চেপে ধরে।
২৫ বছর বয়সী সেই তরুণী প্রথমে ডিম নিক্ষেপের কারণ বলতে চায় নি। পরবর্তীতে জোরাজুরি করা হলে মানুস আইল্যান্ডের কথা বলেছে।
এই ঘটনার সময়ে ধাক্কা লেগে একজন বয়স্কা নারী পড়ে যান। তিনি নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং মিস্টার মরিসন তাকে সহায়তা করেন।
এই ঘটনা সম্পর্কে মিস্টার মরিসন এক টুইট বার্তায় বলেন,
“আলবুরিতে আজকের ঘটনায় আমি পড়ে যাওয়া বৃদ্ধা নারীকে নিয়ে উদ্বিগ্ন হয়েছি। আমি তাকে উঠে দাঁড়াতে সহায়তা করেছি এবং জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।”
ডিম নিক্ষেপকারী সেই তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অস্ট্রেলিয়ায় রাজনীতিবিদদের প্রতি ডিম নিক্ষেপের ঘটনা নতুন নয়। এর আগে সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের প্রতিও ডিম নিক্ষেপ করা হয়েছে।