ফাগুন হাওয়ার আয়োজনে গত ৫মে (রবিবার) সিডনিতে অনুষ্ঠিত হলো জমজমাট বৈশাখী আড্ডা। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যামসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত এই উৎসবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে অংশগ্রহন করেন।
'ফাগুন হাওয়া' সংগঠনটির প্রেসিডেন্ট তিশা তানিয়া এই বৈশাখী আড্ডার আয়োজন সম্পর্কে জানান, উৎসবটি ছিল জমজমাট, রঙিন এবং প্রানবন্ত। বিপুল দর্শকের সমাগম আয়োজনটি সফল করতে ভূমিকা রাখে।
জুঁই সেন পাল ও জুঁই চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। এরপর পবিত্র কোরান থেকে তেলোয়াত করে মাস্টার শায়ান ইয়াসার জামান।
উৎসবের প্রথমভাগে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনে মনোমুগ্ধকর নাচ, গান, ফ্যাশন শো ও র্যাফল ড্র। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন মারিয়া মুন, শেখ ইসলাম মিন্টু, চারু দলের আয়শা কলি এবং রোকসানা বেগম ও তার কিশলয় কচি কাঁচার শিশু কিশোর শিল্পীরা।
এছাড়া মনোমুগ্ধকর নাচে অংশ নেয় দিহান, আদৃতা, মিশা ও তানকা। কবিতা আবৃত্তি করেন পলি ফরহাদ।
Honorable Minister Tony Burke MP, Honorable Shadow Minister Damien Today Hope MLC, Honorable Shadow Minister Mark Corey MP, Mayor Bilal El Hayek, Deputy Mayor Rachel Harika, Deputy Mayor Councilor Ibrahim Khalil, Councilor Masood Chowdhury, Councilor George were present as chief guests on the occasion. Zakia, Councilor Charbel Abu Rad, Councilor Sajeda Akhter Sanjida Councilor Carl Saleh, former Councilor Md Shahe Zaman Titu and Social Worker Sultana Akhter were present in the festival. Credit: Fagun Hawa
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরুতেই সংগঠনের প্রেসিডেন্ট তিশা তানিয়া তার স্বাগত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি ফাগুন হাওয়ার সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদার সহযোগীতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।
এর পরপরই অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের মঞ্চে আগমন, পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্বরূপ উত্তরীয় পরানো হয় এবং তারা শুভেচ্ছা বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী টনি বার্ক এমপি, মাননীয় ছায়া মন্ত্রী ডেমিয়েন টুডে হোপ এমএলসি, মাননীয় ছায়া মন্ত্রী মার্ক কোরে এমপি, মেয়র বিলাল এল হায়েক, ডেপুটি মেয়র রেচেল হ্যারিকা, ডেপুটি মেয়র কাউন্সিলর ইব্রাহিম খালিল, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর জর্জ জাকিয়া, কাউন্সিলর চারবেল আবু রাড, কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা কাউন্সিলর কার্ল সালেহ, সাবেক কাউন্সিলর মোঃ শাহে জামান টিটু ও সোশাল ওয়ার্কার সুলতানা আক্তার।
এছাড়াও উক্ত অংশে এই অনুষ্ঠানের সকল স্পনসরদেরকে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।
অভিনেতা জায়েদ খানকে নিয়ে দর্শকদের আগ্রহ
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বাংলাদেশ থেকে আগত অভিনেতা জায়েদ খান, মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং সংগীতশিল্পী প্রতীক হাসানের পরিবেশনা।
পর্বের শুরুতেই সংগীতশিল্পী প্রতীক হাসান তার নিজের এবং তার প্রয়াত পিতা খালিদ হাসান মিলুর গাওয়া গান গেয়ে শোনান।
Singer Pratic Hasan is performing at the Melbourne Eid and Performance Awards ceremony at Williams Town Hall on April 28, 2024 organised by DGen Events. Credit: Pratic Hasan/Facebook
উল্লেখ্য মিজ ফারিয়া সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি “মুজিব” এ বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
দর্শকদের উচ্ছ্বাস দেখে ফারিয়া বলেন, সিডনি এসে তার মনেই হচ্ছে না তিনি বাংলাদেশের বাইরে আছেন। এই ট্যুর তার বেশ আনন্দের মধ্যেই কাটছে।
The audience's interest in actor Zayed Khan was palpable. Credit: Fagun Hawa
জায়েদ খানকে নিয়ে উৎসুক দর্শকদের আগ্রহ ছিল চোখে পরার মত।
উচ্ছ্বসিত ও কৌতূহলী দর্শকদের উদ্দেশ্যে মি. খান বলেন, সিডনিতে এত ভক্তদের দেখা পেয়ে তার আনন্দ দ্বিগুন বেড়ে গেছে।
A large number of visitors attended to the Baisakhi Adda festival. Credit: Fagun Hawa
ফাগুন হাওয়া টীমের সাথে অনুষ্ঠানের সুদৃশ্য ডেকোরেশেনের দায়িত্বে ছিল কানিতা’স ইভেন্ট সলিউশন, সাউন্ডে ছিলেন টাবু সঞ্জয়, ফটোগ্রাফীতে ছিলেন ফটোলিয়ার কে দে আকাশ।
Hemi Hossain (1st from left), CEO of DGen Academy, an educational and technology institute, is seen with actor Zayed Khan (2nd from Left) and Nusrat Faria (middle). Credit: Melbourne Eid Fest 2024/Facebook
অনুষ্ঠানে জায়েদ খান, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, আতিয়া আনিসা, বিনয় কাপুর, আমিন হান্নান এবং শারমিন মিশু অংশ নেন।
শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ডি জেন একাডেমির সিইও হেমি হোসেইন জানান, আমন্ত্রিত অথিতিদের পরিবেশনা বিশেষ করে অভিনেতা জায়েদ খানকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।