রতন টাটার গলায় পদক পরিয়ে দিয়েছেন নয়াদিল্লির ভারতীয় দূতাবাসের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ও’ফ্যারেল। জানা গিয়েছে, ভারত-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে রতন টাটার অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান দেওয়া হয়েছে।
ভারত-অস্ট্রেলিয়া দু’দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির নেপথ্যেও টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের অবদান রয়েছে। তাছাড়া, বিভিন্ন সময়ে শিল্প-উদ্যোগী রতন টাটা অস্ট্রেলিয়ায় নানা সমাজ সেবামূলক কাজ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় রতন টাটাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার পদক তুলে দেওয়ার ছবি শেয়ার করেছেন রাষ্ট্রদূত ব্যারি ও’ফ্যারেল। তিনি জানিয়েছেন, শুধু ভারতে নয় ভারতের বিশিষ্ট শিল্প-উদ্যোগী রতন টাটার কাজ তাঁকে অস্ট্রেলিয়ার মানুষের কাছেও সম্মানীয় করে তুলেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল রতন টাটাকে। তবে একাধিকবার তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠেছে। যদিও প্রবীণ শিল্পপতি নিজে ইচ্ছে প্রকাশ করেছিলেন, তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি বন্ধ হোক। কিন্তু, এই দাবি ফের উঠেছে।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছিলেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু।
এদিকে, নতুন বেতন কাঠামো এবং পরিষেবার শর্তে অসন্তুষ্ট এয়ার ইন্ডিয়ার বিমানচালকেরা এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান এমিরেটাস রতন টাটার দ্বারস্থ হয়েছেন। শিল্প-উদ্যোগী রতন টাটার কাছে লিখিত আবেদনে এ নিয়ে তাঁকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন দেড় হাজারেরও বেশি বিমানচালক।
টাটার কাছে চিঠিতে বিমানচালকদের দাবি, তাঁদের বেতন কাঠামো এবং পরিষেবা দেওয়ার শর্তে একতরফা ভাবে অদলবদল করেছেন নতুন ম্যানেজমেন্ট। এ নিয়ে তাঁদের উদ্বেগের কথা শোনে নি এয়ার ইন্ডিয়ার মানবসম্পদ উন্নয়ন বিভাগ।
উল্লেখ্য, প্রায় সাত দশক ধরে সরকারি নিয়ন্ত্রণাধীন থাকার পর গত বছরের জানুয়ারিতে সংস্থার রাশ নিজেদের হাতে নিয়েছে টাটা গোষ্ঠী। এর পর ১৭ এপ্রিল সংস্থার বিমানচালক এবং কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করেছে তারা। সঙ্গে তাঁদের পরিষেবার শর্তেও বদল ঘটানো হয়েছে।
তবে, ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশন বা আইসিপিএ এবং ইন্ডিয়া পাইলটস গিল্ড বা আইপিজি নামে সংস্থার দু’টি ইউনিয়নই ওই নতুন কাঠামো-সহ শর্তগুলি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিমানচালক এবং কর্মীদের নতুন বেতন-সহ নানা শর্ত স্থির করার সময় তাদের সঙ্গে পরামর্শ করা হয় নি। এমনকি, এতে শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে কোনও চুক্তিপত্র স্বাক্ষর না করার জন্য বিমানচালকদের অনুরোধ করেছে ইউনিয়নগুলি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: