সিডনিতে সাগরে ডুবে বাংলাদেশী ছাত্রের মৃত্যু

দক্ষিণ সিডনির ওয়াটামোলা সমুদ্র সৈকতে গত ১ নভেম্বর, বৃহস্পতিবার এক বাংলাদেশী ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রাহাত বিন মুস্তাফিজ (২০)। বন্ধুদের নিয়ে সাঁতার কাটতে গিয়ে সাগরে তলিয়ে যায় রাহাত।

Rahat Bin Mostafiz

Rahat Bin Mostafiz Source: Facebook

বাংলাদেশের কুমিল্লার ছেলে রাহাত বিন মুস্তাফিজ ইনফরমেশন টেকনলজির ছাত্র ছিলেন। সিডনিতে কাজ করতেন উবারইটসের সঙ্গে। সম্প্রতি ম্যাকডোনাল্ডস-এ চাকরি পেয়েছিলেন। তবে, যোগদান করার সুযোগ হলো না, তার আগেই চিরতরে চলে গেলেন রাহাত।
Rahat Bin Mostafiz
Rahat Bin Mostafiz Source: Facebook
গত ১ নভেম্বর, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন রাহাত। দক্ষিণ সিডনির রয়্যাল ন্যাশনাল পার্ক লাগোয়া ওয়াটামোলা সৈকতে সাঁতার কাটতে যান তিনি। সৈকত সংলগ্ন একটি উঁচু স্থান থেকে তিন বন্ধু লেগুনে ঝাঁপ দেন। তারা তিনজনই সাঁতার জানতেন। কিছুক্ষণ সাঁতার কাটার পর রাহাত তার বাকি দুই বন্ধুকে বলেন, তিনি আর সাঁতরাতে পারছেন না। বন্ধুরা তাকে সাহায্য করতে এগিয়ে এলেও কুলিয়ে উঠতে পারে নি। একসময় তারা তিনজনই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যান। বাকি দু’জন আহত অবস্থায় বেঁচে গেলেও শেষ রক্ষা হয় নি রাহাতের।

হেলিকপ্টারের সাহায্যে রাহাতের মৃতদেহ খুঁজে বের করা হয়।

সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রের একজন উদ্ধারকর্মীর বরাত দিয়ে বলা হয়েছে, এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটা বন্ধ করতে শুধু ওয়ার্নিং সাইন যথেষ্ট নয়।

রাহাতের অকাল মৃত্যুতে বাংলাভাষী কমিউনিটিতে শোকের ছায়া।
Follow SBS Bangla on .




Share
Published 3 November 2018 11:04pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends