সিডনির ব্ল্যাকটাউনে আগামী ১৭ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে SAFFA চলচ্চিত্র উৎসব

এ বছর প্রথমবারের মত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়া (SAFFA) অনুষ্ঠিত হতে চলেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক চলচ্চিত্র-নির্মাতা এবং চলচ্চিত্র-প্রেমীদের আয়োজিত এই উৎসবের লক্ষ্য অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে দক্ষিণ এশীয় প্রতিভাকে বিকশিত করা।

Saffa Cover Image.png

সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে SAFFA উৎসব। Credit: SAFFA Sydney

দক্ষিণ এশীয় অঞ্চল থেকে এবং সংশ্লিষ্ট বিষয়ে জমা দেওয়া ২০৯৩টি চলচ্চিত্র থেকে নির্বাচিত ১০টি শর্ট ফিকশন ফিল্ম এবং ১০টি ছোট তথ্যচিত্রসহ সর্বমোট ২৫টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হবে।

উৎসব জুড়ে ব্ল্যাকটাউনের কয়েকটি নির্বাচিত সিনেমা হলে এই চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।

অভিনেতা-পরিচালক ভিপিন শর্মা (তারে জমিন পার, গ্যাংস অব ওয়াসেপুর, পাতাল লোক এবং দ্য ফ্যামিলি ম্যান) এবং অভিনেতা অর্ক দাস (হিয়ার আউট ওয়েস্ট, শান্তরাম, লায়ন) এর সমন্বয়ে একটি বিশিষ্ট জুরি বোর্ড এই চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করেছেন।

বিচারকদের মধ্যে আরও রয়েছেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা এমা ম্যাসি (গীতা) এবং বিশিষ্ট পরিচালক অরিন্দম ভট্টাচার্য। সেই সাথে বাংলাদেশের বিশিষ্ট পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং অভিনেতা চঞ্চল চৌধুরীও পরামর্শ দিয়ে পাশে থেকেছেন।

উৎসবের সহ-পরিচালক বিক্রান্ত কিশোর বলেছেন, "গুরুত্বপূর্ণ থিমগুলি অন্বেষণ করে আমরা অস্ট্রেলিয়ার দর্শকদের কাছে সেই চলচ্চিত্রগুলো নিয়ে আসতে পেরে গর্বিত।"

সাংগঠনিক সম্পাদক তানিম মান্নান যোগ করেছেন, “SAFFA দক্ষিণ এশীয় চলচ্চিত্র ও সংস্কৃতির প্রচারের জন্য নিবেদিত এবং উৎসবটি দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রমবর্ধমান শৈল্পিক ও সাংস্কৃতিক বিনিময়ের প্রমাণ হিসেবে কাজ করবে। আমরা বিভিন্ন ধরণের চলচ্চিত্র উপস্থাপন করতে পেরে রোমাঞ্চিত। প্রতিভা এবং বৈচিত্র্যময় গল্প উদযাপন করতেই আমাদের এই আয়োজন।"

উৎসবে রানি মুখার্জি এবং অনির্বান ভট্টাচার্য অভিনীত মিসেস চ্যাটার্জি বনাম নরওয়েকে সমাপনী চলচ্চিত্র হিসাবে দেখানো হবে ।

“একটি সত্য ঘটনা অবলম্বনে, চলচ্চিত্রটিতে একজন অভিবাসী ভারতীয় মায়ের তার সন্তানদের হেফাজত ফিরে পাওয়ার জন্য সরকারের ফস্টার কেয়ার এবং স্থানীয় আইনের বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছে। এটি নিশ্চিতভাবে অনেক অভিবাসী সম্প্রদায়ের সাথে অনুরণিত হবে[…],” বলেছেন অচলা দাতার, থিয়েট্রিকাল ম্যানেজার, জি স্টুডিও অস্ট্রেলিয়া, এনজেড এবং ফিজি, যিনি উৎসব আয়োজক কমিটিরও অংশ।

SAFFA উৎসবটি মাল্টিকালচারাল নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ান প্রোডাকশন ডিজাইনার্স গিল্ড (APDG) দ্বারা সমর্থিত এবং সবার জন্য উন্মুক্ত।

উৎসব সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এর ওয়েবসাইটে:

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

Share
Published 13 March 2023 5:52pm
Presented by Tareq Nurul Hasan
Source: SBS

Share this with family and friends