অস্ট্রেলিয়ার দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর জন্য নতুন চ্যানেল

রেডিও সম্প্রচার-সূচীর পরিবর্তন এবং হালনাগাদকরণ করছে এসবিএস। দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় রেডিও অনুষ্ঠান এবং আধেয় এখন সহজেই শোনা যাবে, ঘরে, কাজে, কিংবা পথচলার মাঝে।

sbs broadcast languages.jpg

SBS offers more ways to listen and connect with content that you love; Hindi, Bangla, Malayalam, Urdu, Tamil, Punjabi, Nepali, Sinhala and Gujarati programs now available on SBS PopDesi. Credit: SBS

দক্ষিণ এশীয় ভাষাগুলোর জন্য আরেকটি অডিও চ্যানেলের ঘোষণা দিয়েছে এসবিএস। তাই, আগের তুলনায় আরও সহজে আপনি আপনার প্রিয় অনুষ্ঠান ও অডিও কন্টেন্টগুলো শুনতে পারবেন।

৫ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার থেকে বাংলা, গুজরাতি, হিন্দি, নেপালী, মালায়ালাম, পাঞ্জাবি, সিংহালা, তামিল এবং উর্দু অনুষ্ঠান লাইভ বা সরাসরি সম্প্রচারিত হবে এসবিএস পপদেশী-তে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই চ্যানেলটির মাধ্যমে, অস্ট্রেলিয়ায় বসবাসরত ১.৫ মিলিয়ন বা ১৫ লক্ষেরও বেশি দক্ষিণ এশীয় ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে পৌঁছুতে চায় এসবিএস।

তাই, এসবিএস পপদেশী-র সম্প্রচার-সূচীর নবায়ন এবং হালনাগাদকরণ করা হয়েছে। শ্রোতারা তাদের কথা, গান এবং অন্যান্য আধেয় শুনতে পারবেন পছন্দের প্লাটফর্মে, সুবিধাজনক সময়ে। সেজন্য রয়েছে নানা বিকল্প ব্যবস্থা।

শ্রোতারা এসব অনুষ্ঠানের পুনঃপ্রচার কিংবা একই সময়ে সরাসরি সম্প্রচার শোনা চালিয়ে যেতে পারবেন এসবিএস রেডিও ২-এ আপনার সুপরিচিত সময়সূচীতে, এসবিএস এর লিনিয়ার এবং ডিজিটাল রেডিও সার্ভিসগুলোতে।

এসবিএস-৫০ অডিও স্ট্রাটেজি-র অংশ হিসেবে এসব পরিবর্তন করা হচ্ছে। শ্রোতাদের পছন্দকে অগ্রাধিকার দিতে রেডিও, লাইভ স্ট্রিমিং, ডিজিটাল পাবলিশিং এবং পডকাস্টিংয়ের ক্ষেত্রে উন্নয়ন সাধনের প্রতি নজর দেওয়া হচ্ছে।

এসবিএস এর ডাইরেক্টর অব অডিও অ্যান্ড কনটেন্ট ডেভিড হুয়া বলেন, “দক্ষিণ এশীয় ঐতিহ্য-সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের জন্য একটি নতুন চ্যানেল পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত”।
এসবিএস-এর বিভিন্ন ভাষার অনুষ্ঠানগুলো, সংবাদ, সাম্প্রতিক ঘটনাবলী, এবং আমাদের চমৎকার সব বিনোদনমূলক আধেয় ও সঙ্গীত, এ সবই আপনি পাবেন একই স্থানে। শ্রোতৃবৃন্দের প্রতিক্রিয়া জানার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না।
ডেভিড হুয়া, ডাইরেক্টর অব অডিও অ্যান্ড কনটেন্ট, এসবিএস
ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ পটভূমি থেকে আসা জনগোষ্ঠীগুলোকে আরও ভাল পরিষেবা প্রদানের জন্য এসবিএস-এর পরিবেশিত বিভিন্ন ভাষার অনুষ্ঠানগুলো নিয়মিত হালনাগাদ করা হয়।

পরিসংখ্যানে দেখা যায়, অস্ট্রেলিয়ায় অভিবাসীদের মাঝে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীগুলো।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্টাটিস্টিক্স এর ২০২১ সালের জনশুমারি রিপোর্ট অনুসারে, পাঞ্জাবীভাষী জনগোষ্ঠীর সংখ্যা ২৩৯,০৩৩। এর পর রয়েছে হিন্দিভাষীরা (১৯৭,১৩২), নেপালি ভাষার জনগোষ্ঠী (১৩৩,০৬৮) এবং উর্দুভাষীরা (১১১,৮৭৩)।

জনশুমারি রিপোর্ট অনুসারে, তামিলভাষী ৯৫,৪০৪, সিংহালা ৮৫,৮৬৯, গুজরাতি ৮১,৩৩৪, মালায়ালাম ৭৮,৭৩৮, বাংলাভাষীদের সংখ্যা ৭০,১১৬ এবং তেলুগুভাষী ৫৯,৪০৬ জন।

দক্ষিণ এশীয় জনগোষ্ঠীগুলোর জন্য এসবিএস পপদেশী চ্যানেল রিব্রান্ডিং করার এবং এতে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সম্প্রচার করার উদ্দেশ্য হচ্ছে শ্রোতাদেরকে আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান করা।
SBS PopDesi destination_.png
Source: SBS
প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছেন শ্রোতারা। এসবিএস পাঞ্জাবি-র একজন শ্রোতার মতে: “পাঞ্জাবি অনুষ্ঠানের সময় রাত থেকে সন্ধ্যায় সরিয়ে আনার জন্য ধন্যবাদ। কমিউনিটির ফিডব্যাক গ্রহণ করার বিষয়টিকে আমরা মূল্যায়ন করি।”

অডিও কন্টেন্ট শোনার ক্ষেত্রে রেডিওর ভূমিকা আরও শক্তিশালী করতে কাজ করা চালিয়ে যাবে এসবিএস।

৫ অক্টোবর থেকে পরিবর্তিত সম্প্রচারসূচী:
SBS Pop Desi new schedule.png
Source: SBS Credit: SBS Nepali
এসবিএস পপদেশী-তে বিভিন্ন ভাষার অনুষ্ঠানগুলো শোনা যাবে সোম থেকে শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহান্তে অনুষ্ঠান শোনা যাবে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আর, জনপ্রিয় পপদেশী মিউজিক সম্প্রচারিত হবে এই সময়ের বাইরে, সকালে, সন্ধ্যায় এবং সপ্তাহান্তে।

শ্রোতারা এখন বিভিন্ন ভাষায় এসবিএস এর অডিও প্রোগ্রামগুলো শুনতে পারবেন এএম/এফএম রেডিও, ড্যাব+ (DAB+) রেডিও, ডিজিটাল টিভি, আমাদের
ওয়েবসাইটে স্ট্রিমিং করে এবং এসবিএস অডিও অ্যাপ এর মাধ্যমে।

উপরোল্লিখিত তালিকার সমস্ত অনুষ্ঠান পুনরায় প্রচার করা হবে কিংবা একই সময়ে সরাসরি সম্প্রচারিত হবে এসবিএস ২-তে আপনার সুপরিচিত সময়সূচীতে।

মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা এবং নিউক্যাসলে এসবিএস রেডিও ২ সম্প্রচারিত হয় এএম এবং এফএম উভয় ফ্রিকোয়েন্সিতে। এসবিএস রেডিও জাতীয়ভাবেও সম্প্রচারিত হয় অস্ট্রেলিয়া জুড়ে অন্যান্য বড় বড় কেন্দ্রগুলোতে, হয় এএম কিংবা এফএম ফ্রিকোয়েন্সিগুলোতে। আমাদের ফ্রিকোয়েন্সিগুলোর পূর্ণাঙ্গ তালিকা দেখুন

৫ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার থেকে প্রযোজ্য এই পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা আপনি যদি আপনার প্রতিক্রিয়া জানাতে চান, তাহলে

আর, সংবাদ বিজ্ঞপ্তির জন্য
ক্লিক করুন।

With image inputs from Deeju Sivadas and Abhas Parajuli and Vrishali Jain.

Share
Published 4 October 2023 1:13pm
By Preeti Jabbal
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends