বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে, আলবানিজির লেবার সরকার ঢাকায় একটি নতুন হোম অ্যাফেয়ার্স অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এমপির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এটি জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অভিবাসন ও সীমান্ত সুরক্ষা অংশীদারিত্ব নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ প্রসারে এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রেলিয়ার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।
এই অফিসটি সম্ভাব্য বাংলাদেশি অভিবাসীদের সহায়তা করবে, যারা আইনানুগ ও নিয়মিতভাবে অস্ট্রেলিয়ায় অভিবাসনের কথা ভাবছেন তাদের জন্য ব্যাপক ভিসা সংক্রান্ত তথ্যসেবার সুযোগ বৃদ্ধি করবে।
এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার মিনিস্টার ফর হোম এফেয়ার্স, ইমিগ্রেশন এন্ড মাল্টিকাচারাল এফেয়ার্স, সাইবার সিকিউরিটি এবং আর্টস মি. টনি বার্ক এমপি বলেন, “এটি আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরে আলোচিত হয়েছিল এবং আমি আনন্দিত যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একযোগে এটি বাস্তবায়ন করতে পেরেছি।”
বাংলাদেশের রাজধানীতে অবস্থিত এই অফিসটি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে, যা অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অস্ট্রেলিয়া ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে এবং এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে আমাদের যৌথ স্বার্থ রয়েছে।
অস্ট্রেলিয়া সরকার মানব পাচার প্রতিরোধ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন পথসমূহ উন্নীত করতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফর করেছিলেন।
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন