টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আজি নারীরা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ভারতের নারী দল ১৯.১ ওভারে ৯৯ রান করে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার দেয়া রান তাড়া করতে নেমে শুরুতেই থমকে যায় ভারত। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরেন শেফালি ভার্মা। নির্ভরশীল খেলোয়াড় কে হারিয়ে শুরুতে বিপদে পরে যায় দলটি। ১৬ বছর বয়সী আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় শেফালি ফেরেন ২ রানে।
প্রথম ওভারে ভারতের সংগ্রহ ৩ রান । দ্বিতীয় ওভারে জেস জোনাসেন তৃতীয় বলে সুইপ মারতে গিয়ে বল লাগে তানিয়া ভাটিয়ার হেলমেটে। । তানিয়া ঘাড়ে আঘাত পেয়ে বেরিয়ে যান মাঠ ছেড়ে। দ্বিতীয় ওভারের শেষে দুই উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৮ রান ।৩.১ ওভারে পড়ে তৃতীয় উইকেট। আউট হন স্মৃতি মন্ধানা (১১)। এরপর চতুর্থ উইকেট পড়ে ৫.৪ ওভারে। আউট হন অধিনায়ক হরমনপ্রীত ৪ রানে ।
India's Jemimah Rodrigues, left, comforts Smriti Mandhana after their teams loss to Australia in the Womens T20 World Cup cricket final match. Source: AP Photo/Asanka Ratnayake
পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যেই চারটি উইকেট হারায় ভারত। ভারতের পঞ্চম উইকেটর পতন হয় ৫৮ রানে। ১১.৩ ওভারে কিমিন্সের বলে ফিরে যান ভেদা কৃষ্ণমূর্তি (১৯)। তানিয়ার জায়গায় ‘কনকাসন সাব’ হিসেবে ব্যাট করতে আসেন রিচা ঘোষ। রিচা। ১৮ বলে ১৮ করে ফিরেন। এছাড়া দীপ্তি শর্মা করেন ৩৩ রান ও শিখা পাণ্ডে করেন ২ রান।
বোলিংয়েও সুবিধা করতে পারেনি ভারতের। প্রথম ওভারে তিনটি চারে অস্ট্রেলিয়া তুলে ১৪ রান। পাওয়ারপ্লের ছয় ওভারে অস্ট্রেলিয়া কোনো উইকেটে না হারিয়ে তুলে ৪৯ রান ।১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৯১।পরের ওভারে যোগ হয় আরো ২৩ রান। পেসার শিখা পাণ্ডেকে পরপর তিন ছক্কা মারেন অ্যালিসা হিলি। অ্যালিসা আগেই ৩০ বলে ৫০ রান করেছিলেন।রাধা যাদবের বলে ক্যাচ দিয়ে ৩৯ বলে ৭৫ করেন অ্যালিসা। যাতে ছিল সাতটা চার ও পাঁচটি ছয়।
অজি অধিনায়ক মেগ ল্যানিং ফিরলেন ১৬ রানে। দীপ্তি শর্মার বলে শিখা পাণ্ডেকে ক্যাচ দেন তিনি।ভালো বোলিং করে তিন বল পরেই ফের উইকেট নেন দীপ্তি শর্মা। পরে তানিয়া ভাটিয়ার হাতে স্টাম্পড হয়েছিলেন গার্ডনার আউট হন ২ রানে । লেগস্পিনার পুনম যাদবের বলে বোল্ড হন হেনেস তিনি করেন ৪ রান । ১০টি চার দিয়ে সাজানো বেথ মুনি ৫৪ বলে ৭৮ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন । নিকোলা ক্যারি অপরাজিত থাকেন ৫ রানে।প্লেয়ার অব ম্যাচের পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিথ মুনি।