সিডনির নর্দার্ন বিচেস এলাকায় আরও তিন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। এর এক দিন আগে সিডনিতে দু’জন বাসিন্দার এবং সিডনি বিমানবন্দরের একজন কর্মীর করোনাভাইরাস সনাক্ত করা হয়।
নিউ সাউথ ওয়েলসের হেলথ মিনিস্টার ব্রাড হ্যাজার্ড বৃহস্পতিবার তিনটি নতুন কেস সনাক্ত হওয়া নিশ্চিত করেন। ফলে সেই এলাকায় ক্লাস্টারে সংক্রমণ-সংখ্যা পাঁচ-এ উন্নীত হয়।
রাজ্যটিতে বিগত প্রায় দু’সপ্তাহ ধরে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন কোনো কেস সনাক্ত করা হয় নি। কিন্তু, গত দুই দিনে স্থানীয়ভাবে সংক্রমিত ৬ টি নতুন কেস সনাক্ত করা হয়।
মিস্টার হ্যাজার্ড বলেন, বৃহস্পতিবারে সনাক্ত হওয়া কেসগুলোর মধ্যে একজন পুরুষের বয়স ৬০ এর কোঠায়। তিনি ফ্রেঞ্চস ফরেস্ট এলাকার এবং একটি ব্যান্ডে কাজ করতেন।
সেই ব্যক্তি গত সপ্তাহে অ্যাভালন আরএসএল ক্লাব, পেনরিথ আরএসএল ক্লাব এবং কিরিবিলি ক্লাব-সহ বেশ কয়েকটি স্থানে গিয়েছেন।
কোভিড-১৯ সনাক্ত হওয়া অপর ব্যক্তি হলেন বয়স্কসেবা-কেন্দ্রের ৫০ এর কোঠার একজন নারী কর্মী। তিনি অ্যাভালনের পিটওয়াটার পাম্স-এ কাজ করেন। তার সঙ্গীও নর্দার্ন বিচেস অঞ্চলের। বৃহস্পতিবার দুপুরে তিনিও করোনাভাইরাস-পজিটিভ সনাক্ত হয়েছেন।বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয় যে, । তারা উভয়েই সিডনির নর্দার্ন বিচেসের বাসিন্দা। তাই, নিউ সাউথ ওয়েলস হেলথ সেই অঞ্চলের বেশ কিছু স্থানে এলার্ট ঘোষণা করেছে।
NSW Health Minister Brad Hazzard at a NSW Health briefing. Source: AAP
এসব স্থানের মধ্যে রয়েছে পাম বিচে নারীদের পোশাক-পরিবর্তনের রুমগুলো, কোস্ট পাম বিচ ক্যাফে, অ্যাভালন বৌলো, অ্যাভালন বিচের স্নিকি গ্রাইন্ড ক্যাফে, অ্যাভালন বিচ উলওয়ার্থস এবং অ্যাভালনের অলিভার’স পাই।
বৃহস্পতিবার সকালে মোনা ভেল হাসপাতালে শত শত লোক লাইনে দাঁড়ায় কোভিড-১৯ টেস্টের জন্য। টেস্ট করানোর জন্য একাধিক পপ-আপ সেন্টার চালু করা হয়েছে।
প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বৃহস্পতিবার বলেন যে, এই প্রাদূর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নর্দার্ন বিচেস-এর কোনো কোনো নার্সিং হোম হয়তোবা লকডাউন করা হতে পারে।
রিপোর্টারদেরকে তিনি বলেন,
“আমরা এটি নিয়ন্ত্রণ করতে চাই এবং ক্রিসমাসের আগের কয়েকটি দিনে এটি আমাদেরকে উদ্বিগ্ন করুক, সেটা আমরা চাই না।”
“নর্দার্ন বিচেস-এ বেশ কিছু সংখ্যক বয়স্ক-সেবা-কেন্দ্র আছে যেগুলোর অবস্থা খুবই নাজুক। তাই (নিউ সাউথ ওয়েলস হেলথ) একটি নির্দেশনা জারি করবে নর্দার্ন বিচেস-এর কতিপয় বয়স্ক-সেবা-কেন্দ্রের জন্য। আমরা যতক্ষণ পর্যন্ত না সংক্রমণের উৎস সনাক্ত করতে পারছি এবং এটা নিয়ন্ত্রণে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা পরামর্শ দিচ্ছি যে, কোনো দর্শনার্থীর অনুমতি থাকবে না।”নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সীমান্ত ইদানিং খুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই প্রাদূর্ভাবের ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে, ক্রিসমাসের সময়ে সীমান্ত আবারও বন্ধ করতে হয় কিনা।
NSW Premier Gladys Berejiklian addresses media during a COVID-19 update in Sydney. Source: AAP
নিউ সাউথ ওয়েলসে যদি আরও কেস সনাক্ত হয় সেক্ষেত্রে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান নিষেধাজ্ঞা পুনরায় জারি করার সম্ভাবনা উড়িয়ে দেন নি। তিনি বলেন, “সীমান্তে কড়াকড়ি করার পরামর্শ যদি আসে, আমরা সেটা করবো”।
কুইন্সল্যান্ডের অ্যাক্টিং প্রিমিয়ার স্টিভেন মাইলস বলেন, এই পর্যায়ে নতুন করে সীমান্ত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে না সরকার। আগামী ৪৮ ঘণ্টা অনেক গুরুত্বপূর্ণ, তিনি বলেন।
মিস্টার হ্যাজার্ড এই দুই রাজ্যের প্রতি অনুনয় করছেন যে, তারা যেন ‘আগাম’ পদক্ষেপ না নেয়।
রিপোর্টারদেরকে তিনি বলেন,
“আমার রক্তচাপ বৃদ্ধি পেয়েছে, আমার পাল্স রেটও বৃদ্ধি পেয়েছে। নিউ সাউথ ওয়েলসে আমরা যা করি সেটাই আমরা করছি, আমরা কেসগুলো নিয়ে কাজ করছি।”
এই ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার জন্য এবং নর্দার্ন বিচেস-এ সংক্রমণের উৎস সনাক্ত করার জন্য নিউ সাউথ ওয়েলস হেলথ জরুরি-ভিত্তিতে জিনোমিক সিকোয়েন্সিং এবং কন্টাক্ট ট্রেসিং করছে।
সিডনির সাউথ-ইস্টের কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এলার্ট জারি করা হয়। আন্তর্জাতিক এয়ারক্রুদেরকে তাদের আবাসন-স্থলে নিয়ে যাওয়ার কাজ করতেন তিনি।
এয়ারপোর্টের কর্মী এবং নর্দার্ন বিচেস-এর কেসগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো যোগসূত্র পাওয়া যায় নি।
With additional reporting by AAP.
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
News and information is available in 63 languages at Please check the relevant guidelines for your state or territory: , , , , , , ,