উইমেনস কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি, সিডনির ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের রোজল্যান্ডস ওয়ার্ডের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদার পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালি নারীদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন ফেডারাল সরকারের কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় কাউন্সিলের মেয়র।
সিডনির ব্যাংকসটাউনের হিমালয় এমপোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির বেশ কয়েকজন জনপ্রিয় নেতাও যোগ দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম, মাল্টি-কালচারাল মিনিস্টার মার্ক কুরি, টনি বার্ক এমপি, ওয়েন্ডি লিন্ডজি এমপি ও মেয়র খাল আসফুর-সহ আরও অনেকেই।
সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: