কমিউনিটি হেলথে অবদান রাখায় অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ডারউইনের আমিনুল ইসলাম

WhatsApp Image 2023-06-08 at 4.10.32 PM.jpeg

কমিউনিটি হেলথে অবদান রাখায় অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ডারউইনের আমিনুল ইসলাম। তার জন্ম মুশির্দাবাদে। দেশ ভাগের পর তিনি চট্টগ্রামে চলে আসেন। আর, অস্ট্রেলিয়ায় আসেন ১৯৮৩ সালে। Credit: Aminul Islam

২০২৩ সালে OAM শ্রেণীতে “অর্ডার অব অস্ট্রেলিয়া” অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান আমিনুল ইসলাম। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


আমিনুল ইসলামের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share