পোষ্য প্রাণী হিসেবে অনেকেই বিড়াল ভালবাসেন। অস্ট্রেলিয়া সরকার বিড়াল নিধনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তারা কী ভাবছেন?
এসবিএস বাংলা এ নিয়ে কথা বলেছে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন বিড়াল-প্রেমীর সঙ্গে।
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আর্লি চাইল্ডহুড এডুকেটর সায়রা মির্জা বলেন,

Saira Mirza Source: Supplied
“আমার নিজের চারটা (বিড়াল) আছে। আমি একটা খুব বড় ‘ক্যাট লাভার’। ওরা আমার সন্তানের মতো।”
বিড়াল-প্রেমী হোসেন আরজুর বাড়িতে ছোট একটি চিড়িয়াখানার মতো রয়েছে। তিনি অনেক পাখি পোষেণ। তিনি বলেন,
“সরকারের এই (বিড়াল নিধনের) সিদ্ধান্তটিকে আমি স্বাগত জানাতে পারছি না।”
তিনি আরও বলেন,
“খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বিড়াল নিধন না করে সরকার যদি খাবারের সঙ্গে বিড়ালের জন্ম-নিয়ন্ত্রণের ওষুধ মিশ্রিত করে দেয় সেটাও কাজ করবে।”
বিড়াল-প্রেমী সাবরিনা হোসেন বলেন,

Sabrina Hossain Source: Supplied
“আমি জানি না অস্ট্রেলিয়ান গভার্নমেন্ট কেন শুধু বিড়ালকে টার্গেট করছে। এভাবে চলতে থাকলে ‘ক্যাট পপুলেশন’ বিলুপ্ত হয়ে যাবে।”
বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য আরও অনেক উপায় রয়েছে বলে মনে করেন তিনি।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।