ক্যানবেরায় বৈশাখী মেলার আয়োজন করলো ব্যাক

ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈশাখী মেলায় প্রায় হাজার খানেক লোক যোগ দেন।

ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈশাখী মেলায় প্রায় হাজার খানেক লোক যোগ দেন। Source: Bangladesh Australia Association Canberra Inc.

Get the SBS Audio app

Other ways to listen


Published

By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


গত ১০ এপ্রিল ২০২১, শনিবার ক্যানবেরায় অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। এর আয়োজনে ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা ইনক. (ব্যাক)।


বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা ইনক. (ব্যাক) এর সাধারণ সম্পাদক সাকিব ইয়ামান বলেন,

“প্রতিবারের মতো এবারও ব্যাক আয়োজন করেছিল বৈশাখী মেলার, যা ব্যাকের বার্ষিক কর্মসূচির একটা প্রধান অংশ।”

ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলায় বাংলাভাষীদের পাশাপাশি অংশ নেন অন্যান্য কমিউনিটির লোকজনও। সব কমিউনিটি থেকেই ভাল সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
সাকিব ইয়ামান বলেন, “এক হাজারের বেশি লোক-সমাগম হয়েছিল সব মিলিয়ে। আর, যে-কোনো এক সময়ে ৫০০ থেকে ৬০০ লোক ছিল।”
সাকিব ইয়ামান বলেন, “এক হাজারের বেশি লোক-সমাগম হয়েছিল সব মিলিয়ে। আর, যে-কোনো এক সময়ে ৫০০ থেকে ৬০০ লোক ছিল।” Source: Bangladesh Australia Association Canberra Inc.
কোভিড-১৯ নিষেধাজ্ঞাগুলোর মাঝেও এ মেলায় প্রায় হাজার খানেক লোক যোগ দেন। সাকিব ইয়ামান বলেন,

“এক হাজারের বেশি লোক-সমাগম হয়েছিল সব মিলিয়ে। আর, যে-কোনো এক সময়ে ৫০০ থেকে ৬০০ লোক ছিল।”

দিনব্যাপী এ মেলায় ছিল নানা প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন। ছিল দেশীয় পণ্যের স্টল।
প্রতিবারের মতো এবারও ব্যাক আয়োজন করেছিল বৈশাখী মেলার, যা ব্যাকের বার্ষিক কর্মসূচির একটা প্রধান অংশ।
প্রতিবারের মতো এবারও ব্যাক আয়োজন করেছিল বৈশাখী মেলার, যা ব্যাকের বার্ষিক কর্মসূচির একটা প্রধান অংশ। Source: Bangladesh Australia Association Canberra Inc.
সাকিব ইয়ামানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share