এই গ্রীষ্মে নিজেকে সুস্থ রাখতে বেশি করে পানি পান করুন -ডাক্তার মাসুম আহমেদ

Summer dehydration

Couple on camping Source: Getty image

এই গ্রীষ্মে নিজেকে সুস্থ রাখাটা অত্যান্ত জরুরি। অস্ট্রেলিয়ায় এই মৌসুমে আবহাওয়ার শুষ্কতা সুয্যের খরোতাপ বিকিরণ অনেক ধরণের অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে কিছুটা সতর্কতা অবলম্বন করলে এসব কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। আমাদের নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিয়েছেন ডাক্তার মাসুম আহমেদ যিনি একজন জি পি। মাসুম আহমেদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr.Masum Ahmed
Dr.Masum Ahmed Source: Dr.Masum Ahmed

Share