ড. সাবরিন ফারুকি বলেন, কোয়ার্সিভ কন্ট্রোল যে এক ধরনের ডমেস্টিক ভায়োলেন্স সেটা মাইগ্রান্ট ও রিফিউজিদের অনেকের জন্য অনুধাবন করাটা সাধ্যের বাইরে।
তিনি বলেন, অভিবাসী ও শরণার্থী পটভূমির নারীরা অনেক সময় বুঝতেই পারেন না যে, তারা ঘরোয়া ও পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন।
“তারা আসলে বুঝতেই পারেন না যে এটা ডমেস্টিক ভায়োলেন্স। এটার পিছনে কাজ করে মূলত সাংস্কৃতিক বিষয়গুলো এবং জ্ঞানের অভাব। সামান্য পর্যায়ের শারীরিক সহিংসতাকে তারা অনেক সময়ে স্বাভাবিক বিষয় বলে ধরে নেন। তারা যেখান থেকে এসেছেন, সেখানে হয়তো তারা এ রকমটি দেখে এসেছেন।”
“আবার সেটা যদি গুরুতর পর্যায়ে চলে যায়, তখন পুলিশ কল করে। তখন সেটা তাদের কাছে ডমেস্টিক ভায়োলেন্স।”
কোয়ার্সিভ কন্ট্রোল যে এক ধরনের ডমেস্টিক ভায়োলেন্স সেটা মাইগ্রান্ট ও রিফিউজিদের অনেকের জন্য অনুধাবন করাটা সাধ্যের বাইরে, বলেন তিনি।
অস্ট্রেলিয়ায় এক্ষেত্রে কী ধরনের পরিষেবা ও সহায়তা পাওয়া যায়, সেটা নিয়েও তারা খুব বেশি জানেন না। তিনি বলেন, “কী কী সার্ভিস অ্যাভেইলেবল, সেটা তারা জানে না।”
পারিবারিক সহিংসতার হার কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেন তিনি।
ডমেস্টিক ভায়োলেন্স নিয়ে ড. সাবরিন ফারুকির পুরনো এই সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনার পরিচিত কেউ কিংবা আপনি নিজে যদি ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে যোগাযোগ করুন 1-800 RESPECT-এ, ভিজিট করুন
কিংবা কল করুন ১৮০০ ৭৩৭ ৭৩২ নম্বরে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।