১৫ ফেব্রূয়ারি ব্যাঙ্কসটাউনের পল কিটিং পার্কে অনুষ্ঠিত হচ্ছে ভালোবাসার বাংলাদেশ মেলা। গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে এই মেলা । এবারের মেলায় বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিনদেশীদের সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন বলে জানান মেলার অন্যতম আয়োজক নোমান শামীম। মেলার আয়োজক সংস্থা ব্র্যান্ডিং বাংলাদেশ ইনক। ভালোবাসার বাংলাদেশ মেলা নিয়ে এস বি এস বাংলার মুখোমুখি হয়েছেন নোমান শামীম। সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।
Noman Shamim Source: Supplied
নোমান শামীম বলেন ব্র্যান্ডিং বাংলাদেশের এই মেলা তৃতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে। বাংলাদেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে এ দেশে পরিচিতি করিয়ে দেয়া এবং সাংস্কৃতিক আদান প্রদান এই মেলার মুখ্য উদ্দেশ্য। তিনি বলে আমাদের এই মেলার যে মূল আইডিয়া তা এখন আমরা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারিনি ,তবে আমরা যা করতে পেরেছি আপাততঃ কমিউনিটিকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। আশা করছি ব্র্যান্ডিং বাংলাদেশ অতি শীঘ্রই আমরা বাংলাদেশকে আরো বড় আকারে এখানে নিয়ে আসার জন্য যা এই মেলাকে প্রথম থেকে উৎসাহিত করে আসছে।