অস্ট্রেলিয়ায় ‘ডি ফ্যাক্টো’ যুগল বলতে কী বোঝায়?

Australia Explained - De Facto Relationships

rear view of a couple walking on the street Credit: franckreporter/Getty Images

অস্ট্রেলিয়ায় দুজন মানুষ যখন স্বেচ্ছায় একত্রে বসবাস করেন, এ-দেশের আইন তখন তাদের সম্পর্ককে স্বীকৃতি দেয়; এক্ষেত্রে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকা আবশ্যিক নয়। একে বলা হয় ‘ডি ফ্যাক্টো’ সম্পর্ক। বিভিন্ন স্টেটে এর নিবন্ধন প্রক্রিয়া সাধারণত ভিন্ন হয়। তবে ডি ফ্যাক্টো সম্পর্কের ইতি ঘটলে, কমনওয়েলথ আইন অনুসারে তা সব স্টেটে একই নিয়মের অধীনে পড়ে। এই আইনে ডি ফ্যাক্টো যুগলেরা বিবাহিত দম্পতিদের মত একই সুরক্ষা পেয়ে থাকেন।


গুরুত্বপূর্ণ দিক:
  • নিবন্ধিত না থাকলে আদালত যে-উপায়ে ডি ফ্যাক্টো সম্পর্ক নির্ধারণ করে, সেটির মানদণ্ড সব ক্ষেত্রে একরকম হয় না; কেস ও পরিস্থিতিভেদে তা ভিন্ন হয়।
  • ডি ফ্যাক্টো সম্পর্কিত আইন অবিবাহিত যুগলদের অধিকার রক্ষা করে, যার মধ্যে রয়েছে বিচ্ছেদ পরবর্তী বিষয়াদি এবং পার্টনারের মৃত্যুর ফলে উদ্ভূত দাবি।
  • ডি ফ্যাক্টো সম্পর্ক ভেঙে যাওয়ার পরে বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের বিকল্প হিসেবে মধ্যস্থতাকারীর সহায়তা নেওয়া যেতে পারে।
সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার দুই মিলিয়নেরও বেশি মানুষ ডি ফ্যাক্টো সম্পর্কের মধ্যে রয়েছে।

ডি ফ্যাক্টো সম্পর্ক নিয়ে আমরা তাহলে কতটুকু জানি এবং কখন এটি আইন দ্বারা স্বীকৃত হয়?

ডি ফ্যাক্টো সম্পর্কের সংজ্ঞাটি পারিবারিক আইনে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যখন একই বা বিপরীত লিঙ্গের দু'জন ব্যক্তি "যুগল হিসেবে একত্রে বসবাস" করে, তাদের সম্পর্ককে তখন ডি ফ্যাক্টো বলা যায়।

কোনো সম্পর্ককে ডি ফ্যাক্টো হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এবং নিয়ম নির্ভর করে আপনি কোন স্টেট বা কোন অঞ্চলে বসবাস করছেন তার উপরে।

উদাহরণস্বরূপ, সাউথ অস্ট্রেলিয়ায় ডি ফ্যাক্টো সম্পর্ক নিবন্ধিত হয়ে থাকে রিলেশনশিপ রেজিস্টার অ্যাক্ট ২০১৬ এর অধীনে। আর একবার নিবন্ধিত হয়ে গেলে, এটি অস্ট্রেলিয়ার যে কোনও অঞ্চলে আইনি স্বীকৃতি পেয়ে থাকে।
Australia Explained - De Facto Relationships
Lesbian couple looking at mobile phone and smiling in living room at home. Credit: eclipse_images/Getty Images
পারিবারিক আইনে দক্ষ সিডনির আইনজীবী নিকোল ইভান্স যে কোনো ডি ফ্যাক্টো সম্পর্ক নিবন্ধনের বেশ কিছু সুবিধা তুলে ধরেন। এ সম্পর্কে বিস্তারিত রয়েছে অডিও প্রতিবেদনে।

মিজ ইভান্স আরও বলেন,
আইনগতভাবে অভিভাবকত্ব বা প্যারেন্টিং এর অধিকারের জন্যেও একটি ডি ফ্যাক্টো সম্পর্ক নিবন্ধন খুব জরুরি, বিশেষত সমলিঙ্গের দম্পতিদের জন্য।

বিচ্ছেদের ক্ষেত্রে যদি এই সম্পর্কটি নিবন্ধিত না থাকে এবং দু'জন প্রাক্তন পার্টনারের একজন যদি আদালতের সামনে কোনো দাবি পেশ করে, যেমন সম্পদ বিভাজন বা রক্ষণাবেক্ষণের খরচ, সেক্ষেত্রে সেখানে ডি ফ্যাক্টো সম্পর্ক বিদ্যমান ছিল কিনা তা নির্ধারণের জন্য বেশ কয়েকটি কারণ বিবেচনা করা হয়।

এই কারণগুলির মধ্যে রয়েছে তাদের সম্পর্ক কতদিনের, সমাজে তাদের যুগল হিসেবে পরিচিতি, কোনও যৌথ আর্থিক লেনদেন, যৌন সম্পর্কের উপস্থিতি এবং তারা যুগল বা দম্পতি হিসেবে একত্রে বসবাস করছে কিনা।

মিজ ইভান্সের মতে, আদালত কোন মানদণ্ডের উপর নির্ভর করে সিদ্ধান্ত দেবে তা নির্দিষ্ট মামলার উপর নির্ভর করে। তবে তিনি ডি ফ্যাক্টো সম্পর্ক নিয়ে মানুষের কিছু সাধারণ ভুল ধারণার রূপরেখা তুলে ধরেন।
Australia Explained - De Facto Relationships
A Young Man is Distraught and Ignoring her Muslim Girlfriend While Arguing. A Man and his Muslim Girlfriend are Having a Serious and Harsh Communication Due to the Problems They are Going Through. Credit: ProfessionalStudioImages/Getty Images
ব্রিসবেনের পারিবারিক আইন বিশেষজ্ঞ আইনজীবী ড্যামিয়েন গ্রিয়ার ব্যাপারটি ব্যাখ্যা করে বলেন, আবার এরকম আইনও রয়েছে যা কোনো ডি ফ্যাক্টো যুগলের সম্পর্ককে আইনি স্বীকৃতি দেয়, এমনকি যদি দুজনের কোনও একজন আইনত অন্য কারও সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধও থাকে।

কোনো ডি ফ্যাক্টো সম্পর্কের ইতি ঘটার পরে বাচ্চাদের নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, যেমন প্যারেন্টিং ব্যবস্থা এবং সন্তানের সাথে যোগাযোগ নিয়ে দ্বন্দ্ব, সেক্ষেত্রে আদালত বিবাহিত দম্পতির ক্ষেত্রে যে আইন অনুসরণ করে, এক্ষেত্রেও তাই করা হয়।

সম্পদ বিভাজন এবং রক্ষণাবেক্ষণসহ অন্যান্য আর্থিক বিষয় সম্পর্কিত আদালতের নির্দেশের জন্য ডি ফ্যাক্টো সম্পর্ক থেকে পৃথক হওয়ার দুই বছরের মধ্যে আবেদন জমা দিতে হয়; অবশ্য বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রমের অনুমতি দেওয়া হয়ে থাকে।
Australia Explained - De Facto Relationships
Family law concept. Family Paper and hammer on the table Source: Moment RF / Rapeepong Puttakumwong/Getty Images
বিকল্পভাবে প্রাক্তন পার্টনাররা পারস্পরিক চুক্তিতে পৌঁছাতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের এটিও নিশ্চিত করতে হবে যে চুক্তিটি আইনত বৈধ।

মিজ ইভান্স বলেন, বিবাহিত দম্পতিদের মতোই ডি ফ্যাক্টো যুগলরাও চাইলে সম্পর্ককালীন যে কোনো পর্যায়ে নিজেদের মধ্যে কোনো আর্থিক চুক্তিতে প্রবেশ করতে পারেন।

তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ধরণের চুক্তি কেবলমাত্র পেশাদার আইনজীবীর সহায়তায় তৈরি করতে হয়।

আলাদা হতে চাইছেন এরকম ডি ফ্যাক্টো যুগলরা তাদের শিশু অথবা অন্যান্য আর্থিক বিরোধ নিষ্পত্তির জন্য বা কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারী পরিষেবাগুলিরও সাহায্য নিতে পারেন।

রিলেশনশিপ অস্ট্রেলিয়া (WA) কাউন্সেলর ফিওনা বেনেট বলেন,
মধ্যস্থতাকারীরা আবেগের উর্দ্ধে থেকে দুই পক্ষকে উভয়ের জন্যই ন্যায্য ও ন্যায়সঙ্গত একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে পারে।
তবে মধ্যস্থতার প্রক্রিয়াটি ঐচ্ছিক। যখন এক পক্ষ এটি চায়, তখন পরিষেবাটি অন্য পক্ষের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করে যে তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক কিনা।
Australia Explained - De Facto Relationships
A father is standing in the doorway of their home with his son as they say goodbye to the mother who is going to work. Credit: SolStock/Getty Images
মিজ বেনেট বলেন, যদি উভয় পক্ষই এই প্রক্রিয়ায় সম্মত হয়, তবে একটি স্ক্রিনিং প্রক্রিয়া অনুসরণ করে এই সম্পর্কের ইতিহাস জেনে নেয়া হয়, যার মাধ্যমে কোনো ঝুঁকি অথবা অন্যায্য আচরণ প্রতিহত করা সহজ হয়।

তবে বিচ্ছিন্ন হতে ইচ্ছুক যুগলদের মধ্যস্থতাকারীর সহায়তা নেয়ার মূল সুবিধা হচ্ছে, আবেগ বাইরে রেখে নিরপেক্ষ একটি তৃতীয় পক্ষের মাধ্যমে সমস্যা বা বিরোধগুলির সমাধা হওয়া।
Australia Explained - De Facto Relationships
An interracial married couple talks to therapist together about their life. The asian woman tried to explain how he won't listen to her. Her husband looks at the floor in embarrassment. Credit: FatCamera/Getty Images
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন

এ বিষয়ে সাধারণ তথ্যের জন্যে দেখুন:
পারিবারিক সম্পর্ক ও আইন বিষয়ে সহায়তা পেতে দেখুন অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট: অথবা কল করুন 1800 050 321.

জরুরি সাহায্য প্রয়োজন?

কল করুন 000|Lifeline 13 11 14|National sexual assault, domestic violence counselling service 1800 737 732.

Share