প্রতি বছরই শান্তি আনয়নের লক্ষে মা দূর্গা মর্ত্যলোকে অবতরণ করেন: সুমন সাহা

Durga Puja

Purabee Paromita Bose (Facebook) Source: Purabee Paromita Bose (Facebook)

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাভাষী সম্প্রদায় পালন করছেন এই অনুষ্ঠানটি। প্রবাসের মাটিতে দুর্গাপূজা পালনের অভিজ্ঞতা নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহা।


পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

আরো পড়ুন: 


Share