বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। বিদ্যমান আইনে রয়েছে যাবজ্জীবন। মামলার শুরু থেকে বিচার শেষ করতে হবে ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে। বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন বিধান রেখে 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০' সই করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় এটি অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত হলো। এখন নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হলে এটি আইন আকারে পাস হবে।বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ফাউজিয়া মোসলেম, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।