প্রায় বছর দশেক আগে শখের বশে নিজের ভ্রমণের গল্প ও ছবি নিজের ফেইসবুক ও বিভিন্ন গ্রুপে শেয়ার করতেন সালাহউদ্দিন আহমদ। লিখতেন বিভিন্ন ব্লগেও।
পরবর্তীতে সমমনা আরও কিছু মানুষ মিলে তৈরি হয় ‘বাংলাদেশি ট্রাভেলারস অস্ট্রেলিয়া’ নামে নিজেদের একটি ফেইসবুক গ্রুপ। সেখানেও সদস্যরা শেয়ার করতে থাকেন নিজেদের অভিজ্ঞতা আর ছবি।
২০১৯ এর দিকে তাঁদের মনে হয়, “বাংলা ভাষায় ভ্রমণ ম্যাগাজিন তেমন নেই, একটা ম্যাগাজিন করলে কেমন হয়?”
ঘুরুঞ্চি ম্যাগাজিনের জুন ২০২২ সংখ্যার প্রচ্ছদ। Credit: Salahuddin Ahmad
সারা বিশ্বের বাঙালীদের কাছে জনপ্রিয় হয় যখন, তখন গ্রুপটির নাম দেয়া হয় ‘ঘুরুঞ্চি’। নতুন করে তাঁদের যাত্রা শুরু হয় ২০২০ সালের অক্টোবর মাস থেকে।
ঘুরুঞ্চির সদস্যরা। Credit: Salahuddin Ahmad
সেই সাথে মেলবোর্নে বসবাসরত ঘুরুঞ্চির সদস্যরা প্রতি মাসের প্রথম রবিবারে একসাথে ঘুরে আসেন ভিক্টোরিয়া স্টেটের নানান দর্শনীয় স্থান ও ন্যাশনাল পার্কগুলোতে।
বামা-মায়ের সাথে ঘুরতে যায় বাচ্চারাও। Credit: Salahuddin Ahmad
সম্পূর্ণ সাক্ষাৎকার ও প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: