ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিমে নতুন ড্রাগের অন্তর্ভুক্তি, ৫০০ হাজার রোগী উপকৃত হবেন

New products have been added to the Pharmaceutical Benefits Scheme.

New products have been added to the Pharmaceutical Benefits Scheme. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen


Published

Updated

By Pablo Vinales, Peggy Giakoumelos
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends


Pharmaceutical Benefits Scheme এ নতুন কিছু ড্রাগ তালিকাভুক্ত করা হয়েছে। এতে করে ফুসফুস ক্যান্সার, লিউকেমিয়া এবং উচ্চ কোলেস্টেরলে ভোগা হাজার হাজার অস্ট্রেলিয়ান উপকৃত হবেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কোনো কোনো রোগীর চিকিৎসায় যেখানে হাজার হাজার ডলার খরচ হতো, এবার তা সে খরচ নাটকীয়ভাবেই অনেক কমে যাবে।


মিজ পেনিলে জেনসেনের ফুসফুসে চতুর্থ ধাপের ক্যান্সার ধরা পড়েছে বছর খানেক আগে। কয়েক মাস আগে ৭০ বছর বয়সী এই বৃদ্ধা ইমিউনো-থেরাপি ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এতে তার উপর Tecentriq and Avastin ড্রাগ প্রয়োগ করা হয়েছে।

মিজ জেনসন এর ফলে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পেয়েছেন। তার টিউমারগুলো শুকিয়ে ছোট হয়ে গেছে এবং তিনি অনেক সক্রিয় জীবনযাপন করতে সক্ষম হয়েছেন।

এই ড্রাগগুলোর দাম স্ক্রিপ্ট প্রতি ১১ হাজার ডলার। আর, ১৬টি ট্রিটমেন্টের মাধ্যমে ফুল কোর্স করতে প্রায় ১৯০ হাজার ডলার লেগেছে।

তবে, এই অক্টোবর মাসের এক তারিখ থেকে এই চিকিৎসার খরচে ভর্তুকি দেওয়া হচ্ছে। স্ক্রিপ্ট প্রতি এখন ৪০ ডলার খরচ হবে। আর, ৬.৫০ ডলার লাগবে কনসেশন কার্ডধারীদের।
 
মিজ জেনসন বলেন, সব অস্ট্রেলিয়ানের জন্য এটি অনেক ভাল উদ্যোগ।
 
Pharmaceutical Benefits Scheme এ নতুন এই ড্রাগগুলো অন্তর্ভুক্ত করায় এখন ৫০০ হাজারেরও বেশি অস্ট্রেলিয়ান সস্তায় ওষুধ সংগ্রহ করতে পারবেন।
 
ফুসফুস ক্যান্সার, লিউকেমিয়া, সিজার বা স্নায়ুতে ব্যথা এবং উচ্চ মাত্রায় কোলেস্টেরল-এর চিকিৎসায় এসব ড্রাগ ব্যবহৃত হয়ে থাকে।
 
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, তালিকায় এই নতুন ড্রাগগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার হেলথ কেয়ারের উচ্চমান প্রকাশ পায়।

 
অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে, সংগঠনটির প্রেসিডেন্ট টনি বার্টোন বলেন, পিবিএস এর তালিকায় অন্য আরও ওষুধের নাম অন্তর্ভুক্ত করা দরকার।
 
নতুন এই ড্রাগগুলোর অন্তর্ভুক্তির প্রশংসা করার পাশাপাশি এক্ষেত্রে সরকারের প্রক্রিয়াকরণ পদ্ধতি নিয়ে সমালোচনা করেছে বিরোধী দল।
 
লেবার দলের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র ক্রিস বোয়েন হেলথ মিনিস্টারের সমালোচনা করেন। যে-সব কাজ দৈনন্দিন কাজ হিসেবে পরিগণিত হওয়া উচিত সেগুলোর রাজনীতিকরণের অভিযোগ আনেন তিনি।
 
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .



Share