কোভিড-১৯ এর কারণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে যার ফলে অনেক ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চাকুরী হারিয়েছেন অনেকে যারা অস্ট্রেলিয়ান নাগরিক অথবা পার্মানেন্ট রেসিডেন্স তারা সরকারি সহায়তা পাবেন। কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীরা সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না। তবে যারা ১ বছরের বেশি সময় এ দেশে আছেন তারা সুপার ফান্ড থেকে অর্থ তুলতে পারবেন। সুপার ফান্ড থেকে আর কারা কিভাবে ফান্ড উঠাতে পারবেন এই সব কিছু নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন চাটার্ড একাউন্টেন্ট মাহবুব বাহার । চাটার্ড একাউন্টেন্ট মাহবুব বাহারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Mahbub Hassan Bahar, CA. Source: Mahbub Hassan Bahar, CA.