আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস পালন করার লক্ষ্য হচ্ছে সকল শিক্ষার্থীর জন্য শিক্ষা গ্রহণ এবং শিক্ষার সুযোগ তৈরি করা। দিবসটির লক্ষ্য প্রতিটি শিক্ষার্থী বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ পায় তা নিশ্চিত করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাগে সংঘটিত ঘটনাসমূহের কারণে ১৭ নভেম্বর তারিখটি আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এখন, ১৭ নভেম্বর আন্তর্জাতিক ছাত্রদের বহুসংস্কৃতির একটি উদযাপন হিসাবে চিহ্নিত হয়েছে।
এই দিবস উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে জুমে আলোচনায় যোগ দিয়েছেন ম্যাকোয়েরি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এম-ইউ-বি-এস-এ) প্রেসিডেন্ট মিজ ফারিহা হাসান, সিডনি ইউনিভার্সিটি বাংলাদেশী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (এস-ইউ-বি-এস-এ) এর প্রেসিডেন্ট আতেফ আহমেদ, এম-ইউ-বি-এস-এ এর সাবেক প্রেসিডেন্ট সাদমান রউফ এবং তানভির শাহেদ, (আই-ই-এ-এ-এফ), অ্যাসোসিয়েট ডিরেক্টর গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, মেকোয়েরি ইন্টারন্যাশনাল, ম্যাকোয়েরি ইউনিভার্সিটি।
আলোচনাটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
![International Student Day](https://images.sbs.com.au/drupal/yourlanguage/public/student_zoom.jpg?imwidth=1280)
আন্তর্জাতিক ছাত্র দিবস পালন করার লক্ষ্য হচ্ছে সকল শিক্ষার্থীর জন্য শিক্ষা গ্রহণ এবং শিক্ষার সুযোগ তৈরি করা। Source: SBS Bangla