সিডনিতে বড়দিন উদযাপন করলো বিসিএএ ইন্‌ক

BCA Australia.jpg

গত ২৫ ডিসেম্বর, ২০২২ সিডনির রকডেলে সেইন্ট জোসেফ’স চার্চ হলে বড়দিন উদযাপন করেন বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন, অস্ট্রেলিয়া (বিসিএএ) ইন্‌ক-এর সদস্যরা। Credit: Kollol John/BCA Australia

কেমন হলো এবারের ক্রিসমাস? সিডনি-ভিত্তিক বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন, অস্ট্রেলিয়া (বিসিএএ) ইন্‌ক এর সভাপতি জুয়েল স্টিফেন পামার কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


জুয়েল স্টিফেন পামারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share