সিডনির এসবিএস স্টুডিওতে আলাপকালে ‘প্রহেলিকা’র ‘মনা’ মাহফুজ আহমেদ কোনো রকম রাখ-ঢাক না রেখেই বিভিন্ন বিষয়ে তার অভিমত ব্যক্ত করেন।
ইন্টারভিউ দেওয়ার আগে প্রস্তুতি নিতে পছন্দ করেন না এই অভিনেতা। “ইনস্ট্যান্ট যেটা আসে সেটা বললে আমার কাছে ভাল লাগে,” বলেন তিনি।
বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই দ্বৈত নাগরিক সিডনিকে তার ‘সেকেন্ড হোম’ মানতে নারাজ। তিনি বলেন, “আমি সেকেন্ড হোম না বলে, আসলে হোমের মতোই আমার কাছে মনে হয়। সিডনি আমার নিজের বাড়ি-ঘরের মতোই।”
২০০২-২০০৩ সালের দিকে প্রথম অস্ট্রেলিয়ায় আসেন মাহফুজ। বর্তমানে এই দেশটির নাগরিক হলেও কর্মসূত্রে বছরের একটি বড় সময় তিনি বাংলাদেশে কাটান। তবে, স্ত্রী-সন্তানদের টানে সুযোগ পেলেই সিডনিতে ছুটে আসেন তিনি।
“আমার, মানে ফ্যামিলি টাইম বলতে যা বোঝায়, সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়াতে; আর, বাংলাদেশ আমার কাজের জায়গা।”
প্রায় ৮ বছর বিরতির পর ‘প্রহেলিকা’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে ফিরলেন তিনি। আর, ক্যামেরার সামনে দাঁড়ানোর হিসেব করা হলে মনে রাখতে হবে, সর্বশেষ ২০১৮ সালে ‘জিরো ডিগ্রি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।
অভিনয়ে বিরতির প্রসঙ্গে জানতে চাইলে মাহফুজ বলেন,
“অ্যাক্টরদের বিরতি হয় না। অ্যাক্টরদের নির্বাসনও হয় না। একজন অ্যাক্টর সাময়িকভাবে কাজে বিরতি নেয়, (তা) মানুষের চোখে মনে হয়। কিন্তু, তার (নিজের) চোখে সে বিরতি নেয় না।”
“সে হচ্ছে কি, সারাক্ষণ একটা অবজার্ভেশনের মধ্যে থাকে, নিজেকে দেখে, অন্যের কাজ দেখে।”
এই বিরতির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,
“আমার বেলায় হয়েছিল কি, এক ধরনের ক্লান্তি ভর করেছিল আমার উপর। আমার কাছে মনে হয়েছিল, একই ধরনের কাজ করতে করতে আমার ভাল লাগছিল না।”
“আর, আমি যে-কাজটা করে আনন্দ পাই না, সেটা আমি আসলে কখনও করতে পারি না।”
‘প্রহেলিকা’র ‘মনা’ চরিত্রটিতে অভিনয়ের বিষয়ে তিনি বলেন,
“আমি অপেক্ষা করছিলাম এমন একটা কাজের জন্য, যে-কাজটা আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে আমার দিকে এবং মনে হবে আমার কাছে, এ ধরনের কাজ আমি আগে কখনও করি নি।”
প্রসঙ্গত, ‘প্রহেলিকা’র পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান-সহ অনেকে।
অস্ট্রেলিয়ায় ‘প্রহেলিকা’ পরিবেশন করছে বাংলাদেশী সংগঠন ‘পথ প্রোডাকশন’ ও ‘দেশী ইভেন্টস’।
মাহফুজ আহমেদের সাক্ষাৎকারের প্রথম পর্বটি শোনার জন্য উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আর, দ্বিতীয় পর্বের জন্য ক্লিক করুন নিচের লিঙ্কে:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।