গুরুত্বপূর্ণ দিকগুলো
- 'সেইফ হ্যাভেন' ভিসার জটিলতায় আটকে থাকা শরণার্থীরা এই রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসার জন্য যোগ্য হবেন
- নতুন রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসার আবেদনের জন্য সরকারকে কোন ফী দিতে হবে না
- 'ম্যান্ডেটরি ক্যান্সেলেশন' নীতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে
সরকার প্রত্যাশা করছে যে একটি আবেদন জমা দেওয়ার ১২ মাসের মধ্যে রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসা মঞ্জুর করা হবে।
এই ভিসাগ্রহীতারা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় কাজ, বসবাস এবং পড়াশোনা করার পাশাপাশি মেডিকেয়ারের মতো স্বাস্থ্যসেবা সুবিধাগুলি ব্যবহার করার অনুমতি পাবে।
তবে নতুন রেজোলিউশন অফ স্ট্যাটাস ভিসার ব্যাপারে অনেকের ধারণা পরিষ্কার নয়।

Barrister Abu Siddque Credit: Barrister Abu Siddque
ব্যারিস্টার আবু সিদ্দিকের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: