গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’। প্রিমিয়ারের পর পরিচালকের সংবাদ সম্মেলনে সিনেমাটির প্রশংসা করেছিলেন বিভিন্ন দেশের চলচ্চিত্র সাংবাদিক ও সমালোচকেরা।
সিনেমাটি গুরুত্বপূর্ণ এ উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল। উৎসবের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন পরিচালক নুরুল আলম আতিক ও অভিনয়শিল্পী তারিক আনাম খান।
‘পেয়ারার সুবাস’ ছবির পরিচালক নুরুল আলম আতিক কথা বলেছেন এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিবের সঙ্গে।
ছবি নির্মাণের গল্প প্রসঙ্গে নুরুল আলম আতিক বলেন, "আমি ছবিটা শুরু করেছিলাম ২০১৬ সালে, ছবি নির্মাণ প্রক্রিয়া শেষ করে মুক্তি দেয়া - অনেকটা লম্বা সময়ের যাত্রায় ঘটলো, অবশেষে ছবিটি দেখানোর সুযোগ ঘটছে প্রায় আট বছর পর।
"আমার উদ্দেশ্য ছিল কতটা সহজে এবং কতটা কম আয়েশে নিজেদের ভাষা ভঙ্গিতে গল্পটা বলতে পারি, আর এই সহজ কাজটা করতে গিয়েই এত কঠিন হয়ে গেল আমার জার্নিটা, এটা আমার ইউনিটের পারফর্মারদের জন্য যেমন অস্বস্তির বিষয় ছিল, একই সাথে আমার আশেপাশের মানুষজন ভাবছিল ছবিটা আদৌ তারা সিনেমা হলে দেখতে পারবেন কিনা," বলেন তিনি।
![Nurul Alam Atique_colour pix.jpg](https://images.sbs.com.au/e4/c8/a1a5444d4bd984b63b5c0270c380/nurul-alam-atique-colour-pix.jpg?imwidth=1280)
Bangladeshi filmmaker Nurul Alam Atique's film 'Peyarar Subas' (The Scent of Sin) premiered at the Moscow International Film Festival. Credit: Nurul Alam Atique
ছবির গল্প প্রসঙ্গে নুরুল আলম আতিক বলেন, দাম্পত্যের মধ্যেও ভালোবাসা প্রয়োজন, এর ব্যতিক্রম ঘটলে পরিস্থিতি অসহিষ্ণু এবং অসহনীয় হয়ে ওঠে, ভালোবাসাহীনতায় সংসারে 'ইঁদুর যোগ' ঘটে - এখানে এটি হয়তো বলবার ছিল।
ছবির অভিনেতা অভিনেত্রীদের প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, জয়া আহসান, তারেক আনাম খান, সুষমা সরকার এবং তিহানসহ বেশ কয়েকজন প্রখ্যাত অভিনেতা অভিনেত্রী, তারা প্রত্যেকেই শক্তিশালী অভিনেতা অভিনেত্রী, তারা এই ছবির একটি বড় সম্পদ, এই ছবির একটি বড় ঘটনা হচ্ছে তাদের অভিনয়।"
আরও শুনুন
![Independent or art house films are actually representing Bangladesh in the world: Rashed Chowdhury image](https://images.sbs.com.au/dims4/default/aaa8a11/2147483647/strip/true/crop/4608x2592+0+468/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fchandrabati_at_the_shiva_temple.jpg&imwidth=600)
মূলধারা নয়, বরং ইন্ডিপেন্ডেন্ট ফিল্মগুলোই আসলে বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে: রাশেদ চৌধুরী
SBS Bangla
16/03/202109:14
এটি কি কোন সাহসী ছবি? মি. আতিক বলেন, আমি মোটেই সাহসী নই, আমি বরং কিছুটা ভীতু মানুষ। তবে শিল্পের জায়গা থেকে এবং শিল্পীর দায়-দায়িত্বের জায়গা থেকে আমার মনে হয়েছিল যে, আমি সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছি যেসব বিষয় আমরা আড়ালে রাখতে অভ্যস্ত, বা নিজেরা সেগুলো কথা বলব কিন্তু পর্দায় দেখাবো না - সেই জায়গা থেকে তাই বলতে চাই এটা অনেকটা দায়িত্বের জায়গা, এটা আসলে কোন সাহসের বিষয় নয়।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে মি. আতিক বলেন, কিছুদিন আগে আমাদেরই একজন ফিল্ম মেকার যুবরাজ শামীম তার 'আদিম' চলচ্চিত্রটির জন্য পুরস্কার পান, এর আগে সরওয়ার ফারুকীসহ আরো অনেক চলচ্চিত্র নির্মাতারা তাদের ফিল্ম নিয়ে এই উৎসবে যোগ দিয়েছিলেন, তাই বাংলাদেশি নির্মাতাদের জন্য উৎসবটি নতুন নয়।
এই উৎসবে প্রিমিয়ার হয়েছে যেখানে অনেক বাইরের দর্শকও ছিল, তাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে আতিক বলেন, বিদেশি দর্শকরা এই ছবির বেলায় জিজ্ঞাসা করছিলেন, মূলত আমি যে চরিত্রগুলোর কথা বললাম যেগুলোতে জয়া বা তারিক আনাম অভিনয় করেছেন, সে প্রসঙ্গে তারা জিজ্ঞেস করছিল - আমি কি কোন ভাবে দস্তয়েভস্কি দ্বারা প্রভাবিত কিনা!
The film "Peyarar Subas" (The Scent of Sin) features several famous actors and actresses, including Ahmed Rubel, Jaya Ahsan, Tarek Anam Khan, and Sushma Sarkar. Credit: Nurul Alam Atique
আরও শুনুন
![Bangla_100822_Farooki.mp3 image](https://images.sbs.com.au/dims4/default/b22e880/2147483647/strip/true/crop/535x301+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2F66%2F47%2F16d82a1643bfbbd691c32638ee90%2Fsaturday-afternoon.png&imwidth=600)
'স্যাটারডে আফটারনুন' সম্পর্কে ফারুকী - 'ছবিটি হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত, এর পুনর্নির্মাণ না'
SBS Bangla
17/08/202213:55
"বাংলাদেশের আমরা যে সামাজিক সাংস্কৃতিক আবহের মধ্যে থাকি তার অনুষঙ্গ গুলো নিয়ে সিনেমা বানানোর যে প্রক্রিয়া দরকার বলে আমি মনে করি, তা হলো আমার দেশের নিজস্ব গল্প বলার রীতি-পদ্ধতি সিনেমায় হাজির করা যায় কিনা!
"এখানে যেমন করে পালা গান বা ময়মনসিংহ গীতিকার গল্প বলা হয়, যেমন করে পটের গান বা চিত্রে গল্প বলা হয়, এই বিষয়গুলো থেকে আমার মনে হয় সিনেমায় আপন ভাষার সন্ধান করতে চাইবো না কেন?
"এই জায়গা থেকেই হয়তো আমি কিছুটা প্ররোচিত হয়েছি, আমার কিছু মোটিভ বা আইকন বা এই অঞ্চলের গল্পগুলোকে সিনেমার মতো করে উপস্থাপন করা যাতে সম্ভব হয়, তেমন একটি চেষ্টা থাকবে, সেটা রূপকথার আদলে বলি বা পুরনো কথার আদলেই বা বলি," বলেন তিনি।
আতিক জানান, তিনি শিল্পী এস এম সুলতানকে নিয়ে 'লাল' নামে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন যেটি সরকারি অনুদানপ্রাপ্ত। ছবিতে শিল্পীর জীবন-দর্শন এবং কর্মের অনুষঙ্গ তুলে আনার চেষ্টা থাকবে বলে জানান তিনি। 'লাল' নির্মাণের প্রস্তুতি এখন চলছে। ছবির কাস্টিং, লোকেশন এগুলো ঠিক হচ্ছে, শিগগিরই ছবির শুটিং শুরু হবে।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
বিঃ দ্রঃ অস্ট্রেলিয়ার দর্শকরা খুব শীঘ্রই সিনেমাটি দেখার সুযোগ পাবেন। এখানকার প্রদর্শনীগুলো এই ছবির অন্যতম প্রধান অভিনেতা সদ্য প্রয়াত আহমেদ রুবেলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিবেশনার সাথে যুক্ত থাকা স্থানীয় প্রতিনিধি।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন, লাইভ। কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন, প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: । এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: