গুরুত্বপূর্ণ দিক:
- সাঁতার শেখার সময়ই পানিতে নিরাপদ থাকা ও ডুবে গেলে কী করতে হয় তা জেনে নেয়া জরুরী
- বিভিন্ন বয়সের উপরে শিশুদের সাঁতার দক্ষতা নির্ভর করে
- প্রাথমিক বিদ্যালয়গুলি সাঁতার শেখানোর ব্যবস্থা করে, বিভিন্ন স্টেট ও টেরিটরিতে স্পোর্টস ভাউচার দেয়া হয়ে থাকে
অস্ট্রেলিয়াজুড়ে ছোট-বড় অনেক ধরণের জলাধার রয়েছে। তাই নদী হোক কি সমুদ্র, কোনো হ্রদ হোক বা স্থানীয় সুইমিং পুল, শিশুদের পানির চারপাশে বেড়ে ওঠা এই দেশে খুব স্বাভাবিক একটি ঘটনা।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এ কারণেই প্রতি বছর পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু ঘটে।
Learning to swim and be safe around water can open the way to a range of outdoors recreation activities Credit: Mike Kemp/Getty Images/Tetra images RF
ওয়েস্টার্ন সিডনির ওয়েস্টমিডের শিশু হাসপাতালের ট্রমা সার্জন ড. এসভি সুন্দাপ্পান বলেন, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বাবা-মায়েদের এই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার।
অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ হলো পানিতে ডুবে যাওয়া। ড. সুন্দাপ্পান বলেন, পানিতে ডোবার ঘটনার পরে ছোট শিশুরা স্বাস্থ্যগত নানা সমস্যার সম্মুখীন হতে পারে।
For young children, active supervision means an adult being in the water and within arm’s reach. Source: Moment RF / Yasser Chalid/Getty Images
তিনি বলেন, সতর্ক তত্ত্বাবধান, সিপিআর দেয়ার পদ্ধতি সম্পর্কে জানা, এবং প্রাথমিক চিকিৎসা প্রদানে দক্ষতা ও ছোট শিশুদের পানির কাছে যাওয়া নিয়ন্ত্রণে রাখা- পানিতে ডুবে যাওয়ার ঘটনা কমাতে এ সব কিছুই খুব জরুরী।
মিজ পিজন আরও বলেন, পানিতে নেমে কীভাবে নিরাপদ থাকতে হয়, সাঁতার শেখার সময় সব বয়সীদের এ সম্পর্কে জেনে নেয়া উচিৎ।
“Anak-anak secara alami penasaran dengan air; namun mereka tidak memahami bahaya yang ditimbulkannya,” kata Dr Soundappan. Source: Moment RF / Isabel Pavia/Getty Images
বিশেষ করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সাঁতার কাটার ক্ষমতা এবং পানিতে নিরাপদ এবং বেঁচে থাকার দক্ষতা অর্জন এই দুটি ব্যাপারকে গুরুত্ব দেয়া হয়ে থাকে।
সারা দেশে প্রচলিত স্কুল পাঠ্যক্রমে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার এক পর্যায়ে সাঁতার এবং পানিতে নিরাপদ থাকার বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
Parents are encouraged to ensure their children don’t drop out early from swimming classes before reaching minimum competencies for their age. Credit: FatCamera/Getty Images
মি. ওয়ার্ড বলেন, সন্তানদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের সক্রিয় ভূমিকা রয়েছে।
Introducing your toddler to the feel of water can be a special parent-child bonding experience. Source: Moment RF / Navinpeep/Getty Images
তিনি নিজেও একজন প্রাপ্তবয়স্ক হিসাবে অস্ট্রেলিয়ায় সাঁতার শিখেছিলেন। তাই তিনি পিতামাতা এবং শিশু, সবাইকেই যত তাড়াতাড়ি সম্ভব সাঁতার শিখতে উৎসাহিত করেন।
Getting your child used to putting on their swim wear in the days before their first lesson can help them feel comfortable and excited about the upcoming class. Credit: FatCamera/Getty Images
অন্য যে কোনো খেলাধূলার মতই, শিশুদের সাঁতার শেখানোর জন্যে ভর্তির আগে ভাল করে খোঁজ খবর করা প্রয়োজন।
বিভিন্ন স্টেট ও টেরিটরির ভাউচার স্কিমের লিঙ্ক নিচে দেয়া হলো-
NSW
NT
QLD
SA
TAS
VIC
WA
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: