সাংবাদিক ও কবি সোহরাব হাসান বলেন, “সাংবাদিকতা হচ্ছে সম্মিলিত একটি প্রয়াস। সেখানে এককভাবে কিন্তু লড়াই করা যাবে না।”
তার মতে, “বাংলাদেশের সাংবাদিকতা এক ধরনের ঝড়ের মধ্যে আছে।”
বাংলাদেশে সার্বিকভাবে সাংবাদিকতার উন্নয়নের পথে অনেকগুলো বাধা আছে, বলেন সোহরাব হাসান।
READ MORE

বর্ণময় অস্ট্রেলিয়া
তার মতে, এসব বাধা “মালিকদের পক্ষ থেকে আছে, ইউনিয়নের পক্ষ থেকে আছে, সরকারের পক্ষ থেকে তো আছেই।”
তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো দেশেই সরকার চায় না যে, তার দুর্বলতা, তার দূর্নীতি, তার অপকর্মের খবর মানুষ জানুক।”
সাংবাদিক ও কবি সোহরাব হাসানের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আর, প্রথম পর্বটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS