অস্ট্রেলিয়াতে পার্টনার ভিসা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। বিশেষ কর যারা বিয়ে করতে চান যারা নতুন সম্পর্ক গড়েছেন তাদের প্রিয়জনকে অস্ট্রেলিয়াতে আনতে চান। কিন্তু আইনের জটিলতা বা সঠিক পন্থা না জানায় ব্যর্থ হচ্ছেন।এসবিএস বাংলার সাথে এই সব কিছু নিয়ে কথা বলেছেন শাহাদাত সুমন তিনি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট বর্তমানে Studynet Education and Migration.এর মাইগ্রেশন সার্ভিস বিভাগের প্রধান হিসাবে কর্মরত।এর আগে তিনি শীর্ষস্থানীয় অভিবাসন আইন সংস্থার সাথে কাজ করেছেন ।তার অভিজ্ঞতা রয়েছে Partner visa, Business, Investment visa, Skilled Migration, visitor visa এবং Student visa। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।