অস্ট্রেলিয়া তার রাষ্ট্রীয় সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পারবে ?

Cyber security

Cyber security Source: Getty Images

Get the SBS Audio app

Other ways to listen


Published 21 June 2020 2:57pm
Updated 23 January 2024 4:50pm
By Abu Arefin
Presented by Abu Arefin
Source: SBS

Share this with family and friends


অস্ট্রেলিয়ার সাইবার সিকিউরিটি নিয়ে সংশয় দেখা দিয়েছে খোদ প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন অজ্ঞাত কোন বিদেশী উৎস থেকে সাইবার আক্রমণ চালানো হচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রভিত্তিক সংঘবদ্ধ সাইবার আক্রমণের শিকার হচ্ছে। সব পর্যায়ের প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা কতটুকু নিরাপদ এবং এই হামলা প্রচেষ্টা রুখতে অস্ট্রেলিয়া কি সক্ষম। এ সব কিছু নিয়ে এস বি এস বাংলার সঙ্গে কথা বলেছেন ডক্টর শাহরিয়ার আক্তার , অ্যাসোসিয়েট প্রফেসর ডিজিটাল মার্কেটিং এন্ড এনালিটিক এন্ড ইনোভেশন ,সিডনি বিজনেস স্কুল ফ্যাকাল্টি অফ বিসনেস University of Wollongong . তিনি ডাটা সিকিউরিটি নিয়েও কাজ করেন।ডক্টর শাহরিয়ার আক্তারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


 Associate Professor Shahriar Akter
Associate Professor Shahriar Akter Source: Supplied

Share