"কিছু ব্যতিক্রম ছাড়া রোজা রাখার স্বাস্থ্যগত সুবিধা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত"

SYDNEY RAMADAN

People share food during the Ramadan Nights food and cultural festival in Lakemba, Sydney, Wednesday, March 22, 2023. Source: AAP / STEVEN SAPHORE/AAPIMAGE

ইসলাম ধর্মাবলম্বীদের রোজা পালন কি শুধুই ধর্মীয় রীতি নাকি এর চেয়ে বেশি কিছু? কিছু ব্যতিক্রম থাকলেও অনেকেই রোজা রাখার স্বাস্থ্যগত সুবিধার কথা বলে থাকেন। এ বিষয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ফেডারেশন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ওয়েলবিয়িং এর রিসার্চ এডভাইজর এবং পাবলিক হেলথ এর ডিসিপ্লিন লিডার প্রফেসর ডাঃ আজিজ রহমান।


প্রফেসর ডাঃ আজিজ রহমানের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
339111017_772962454562560_2414690566136129359_n.jpg
Prof. Dr. Aziz Rahman is a Public health expert and Research Adviser and Discipline Leader of Public Health at the Institute of Health and Wellbeing, Federation University. Credit: Dr. Aziz Rahman
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share