রনি চাকমার জন্ম ও বেড়ে ওঠা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করার পর তিনি যোগ দেন বাংলাদেশ সিভিল সার্ভিসে।
২০১৬ সালে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের অধীনে তিনি অ্যাডেলেইডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে উইমেন্স স্টাডিজ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন।
বর্তমানে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে কাজ করলেও এর আগে কাজ করেছেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে।
নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন,
“একজন নারী কখন সফল হবে, কখন নারীর ক্ষমতায়ন হবে, এ বিষয়গুলো আসলে পুরোটাই নির্ভর করে একটা পরিবারের উপর।”
রনি চাকমার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS