“Saturday Afternoon” banned in Bangladesh screening at Sydney film Festival

“Saturday Afternoon” an audacious film by Mostofa Sarwar Farooki banned in Bangladesh and have selected for Sydney Film Festival. In “Saturday Afternoon” Farooki revisits the Holey Artisan Bakery attack of 2016 in which more than twenty hostages, from several countries, were killed by Islamist extremists.

Saturday Afternoon (Sonibar Bikel)

Saturday Afternoon (Sonibar Bikel) Source: Courtesy Sydney Film Festival

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও ডাবিং  হয়েছে। ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর থেকে সিনেমাটির মহড়ায় অংশ নেন অভিনয়শিল্পীরা। মহড়া শেষে গত বছরের ৫ জানুয়ারি ঢাকার কোক স্টুডিওতে ‘শনিবার বিকেল’ ছবির শুটিং শুরু হয়। শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান ও তিশা এবং ভারতের পরমব্রত ও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।
Saturday Afternoon (Sonibar Bikel)
Source: Courtesy Sydney Film Festival
২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা নিয়েই এ ছবির প্লট। তাই যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকেই ‘শনিবার বিকেল’ নিয়ে আলোচনা ছিল ঢাকার চলচ্চিত্র অঙ্গনে। বাংলাদেশের সেন্সর বোর্ডে প্রথম প্রদর্শনী ও ছাড়পত্রের পর চলতি বছরের ১৫ জানুয়ারি দ্বিতীয় বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। ছবিটির প্রদর্শনীর শেষে সর্বসম্মতিক্রমে সেন্সর বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এই বিষয়টি মাথায় রেখে সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র স্থগিত করাসহ এটি ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন সেন্সর বোর্ড সূত্র জানিয়েছিল।
Saturday Afternoon (Sonibar Bikel)
Source: Courtesy Sydney Film Festival
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন ২৫ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট জুরিদের অ্যাওয়ার্ডে Russian Film Critic Federation Jury ও Kommersant পুরস্কার লাভ করে। পুরস্কার দুটি গ্রহণ করেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ছবির অন্যতম প্রযোজক আনা কাচকো এবং সিনেমাটোগ্রাফার আজিজ জাম্বাকিয়েভ। এর আগে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২৪ এপ্রিলে। ঐ শো দেখতে বিদেশী দর্শকদের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশীও উপস্থিত ছিলেন। ছবি দেখা শেষে দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করেন। শো শেষ হওয়ার পরও দীর্ঘসময় পর্যন্ত দর্শকরা ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।
Saturday Afternoon (Sonibar Bikel)
Source: Courtesy Sydney Film Festival
এবার ছবিটি অংশ নিচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসবে। ১০ জুন দুপুর ২টায় হয়েছে প্রথম প্রদর্শনী। ১৩ জুন রাত ৮টায় সিডনির ‘ড্যান্ডি অপেরা সিনেমা হলের সিনেমা ওয়ান’-এ দ্বিতীয় প্রদর্শনী। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল তাদের প্রোগ্রাম নোটে ছবিটি সম্পর্কে লিখেছে, ‘শনিবার বিকেল’ আমাদের নিয়ে যাবে ঢাকার একটা রেস্টুরেন্টের ভেতরে ঘটে যাওয়া এক ভীতিকর সময়ে। কিন্তু ফারুকীর আসল উদ্দেশ্য সন্ত্রাসের চিত্রায়ন নয়। তার আসল আরাধ্য বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের মানবিকতায়, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে মানবতার উদ্বোধনে।’


Share
2 min read
Published 12 June 2019 5:03pm
Updated 12 August 2022 3:27pm
By Abu Arefin, Ali Habib
Presented by Abu Arefin

Share this with family and friends