Feature

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে পলিথিন ব্যাগের ব্যবহার

পুনর্ব্যবহার করা যায় না এমন পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের শপিং মলগুলো। ইতিমধ্যেই ক্রেতাদের জ্ঞাতার্থে পলিথিন ব্যাগ বন্ধের কথা জানিয়েছে সুপারমার্কেট উলওর্থস ও কোলস।

Plastic Bags

Single use Plastic Shopping bag bans are coming. Source: SBS Bangla

আগামী ১ জুলাই রোববার থেকে রাজ্যের প্রায় সকল ছোট বড় শপিং মলগুলোতেই বন্ধ হবে পলিথিন ব্যাগের ব্যবহার। এ সিদ্ধান্তের ফলে ক্রেতারা যাতে অসুবিধায় না পড়েন, সেজন্য পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করবে সুপারমার্কেটগুলো।

সংবাদমাধ্যম এবিসি বলছে, শুধুমাত্র সুপারমার্কেট ওলর্থস-ই প্রতিবছর একবার ব্যবহারযোগ্য তিন দশমিক দু্ই বিলিয়ন পলিথিন সরবরাহ করে থাকে। ২০০৯ সালের এক গবেষণায় দেখা গেছে, এর মধ্যে মাত্র ১ ভাগ পলিথিন ব্যাগ, সংখ্যায় যা ৩০-৪০ মিলিয়ন, দূষণ করছে পরিবেশ।
Plastic bag
Single use Plastic Shopping bag bans are coming. Source: SBS Bangla
প্রথম রাজ্য হিসেব ২০০৯ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে সাউথ অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা বাস্তবায়নে বসানো হয় বড় অংকের জরিমানা। আইন অমান্য করলে খুচরা বিক্রেতাদের জন্য জরিমানা ধরা হয় ৫,০০০ অস্ট্রেলিয়ান ডলার এবং সরবরাহকারীদের জন্য ২০,০০০ ডলার।
Plastic Bags
Cloth bag. Source: AAP Image/ Woolworths Group, PPR, Dallas Kilponen
এসবিএস বাংলা  পেইজ। 

সাউথ অস্ট্রেলিয়ার দু'বছর পর ২০১১ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি ও নর্দান টেরিটরি। ২০১৩ সালে একই পথে হাঁটে তাসমানিয়া।

বাকি ছিল কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এ সব রাজ্যই ১ জুলাই থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছে।
Plastic Bags
Single use Plastic Shopping bag bans are coming. Source: SBS Bangla
তবে, ব্যতিক্রম শুধু নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। সুপারমার্কেটগুলো পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার ঘোষণা দিলেও, এখনো পলিথিনের ব্যাগের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এনএসডাব্লিউ। রাজ্যের ৮০ ভাগ সুপারমার্কেটগুলো ইতিমধ্যেই পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করেছে, এমন যুক্তি দেখিয়ে সরকারি নিষেধাজ্ঞা জারি করতে দ্বিমত প্রকাশ করেছে রাজ্য সরকার।

Share
Published 26 June 2018 3:21pm
Updated 26 June 2018 3:26pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: ABC, SBS Bangla

Share this with family and friends