নতুন দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কতদিনের জন্য এটা পিছিয়ে গেল সেটাও নিশ্চিত করে বলেননি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, "আপাতত ৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী ৮ মে এটা উৎযাপনের জন্য যে প্রস্তুতি নেয়া হয়েছিল সেই দিনটাও এখন আর ঠিক থাকছে না।"
"নতুন দিনক্ষণ হলে আমরা সবাইকে জানিয়ে দেব।"
এদিকে এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ জানিয়েছে, মহাকাশে উৎক্ষেপণের আগে আজ নির্ধারিত পরীক্ষাটি চালানো হবে। যা কিনা ৭ মে উৎক্ষেপণের দিন মাথায় রেখে ২ মে অর্থাৎ বুধবার করার কথা ছিল।
গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়, বাংলাদেশ পড়ে সূচির জটে।
এই প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হচ্ছে ১ হাজার ৫৪৪ কোটি টাকা। আর ঋণ হিসেবে এইচএসবিসি ব্যাংক বাকি ১ হাজার ৩৫৮ কোটি টাকা দিচ্ছে।