ছোট বেলা থেকেই, ম্যাচিং করা জামা- জুতো পড়ে ঘুরে বেড়ানো আর টিভিতে হওয়া ফ্যাশন শো- র অনুষ্ঠানে প্রচণ্ড আগ্রহ ছিল বর্ষার। কিন্তু পারিবারিক পরিবেশ অনুকূলে না থাকায়, মডেলিং ঠিক হয়ে উঠেনি। শিক্ষা ভিসায় অস্ট্রেলিয়া আসার পর, মেলতে শুরু করে ইচ্ছে ডানা। নাম লেখান, মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮ প্রতিযোগিতায়।
এ আসরের তিনটি বিভাগে জয়ী হওয়া প্রতিযোগিরা হলেন; মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- সুজনীত কর জোহাল, মিসেস ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- ন্যান্সি অরোরা, মিস্টার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ২০১৮- আরিয জামালি। 

Bollywood celebrity Dia Mirza being awarded "Woman of substance & Green Crusader" by Miss India Australia 2018 Awards. Source: Harrish P Rajeev- Supplied

Finalist of the Miss/Mrs/Mr India Australia 2018 with judges and organisers. Source: Harrish P Rajeev- Supplied