SBS Examines: কে ডান, কে বাম? এবারের নির্বাচনে কীভাবে ভোট দেবেন অভিবাসীরা?

Untitled design.png

How will the migrant community vote in the upcoming federal election? SBS Examines investigates.

Get the SBS Audio app

Other ways to listen


Published

Updated

By Olivia Di Iorio, Alex Tarney
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


এই নির্বাচনে অভিবাসন নীতি একটি আলোচিত বিষয়, কিন্তু আমাদের বৈচিত্র্যময় অভিবাসী সম্প্রদায়গুলো কীভাবে ভোট দেবে, তা স্পষ্ট নয়।


অনেক অস্ট্রেলিয়ানই জানেন না আমাদের রাজনৈতিক ব্যবস্থা কীভাবে কাজ করে।

অভিবাসীদের মধ্যে অনেকেই এমন দেশ থেকে এসেছেন, যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক নয়।

অথবা এমন কোনো জায়গা থেকে, যেখানে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়াকে নিরুৎসাহিত করা হয়।

চলুন এসবিএস এক্সামিনসের এই পর্বে দেখে নেই, অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায় কীভাবে রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন।

ডাই লে সিডনির দক্ষিণ-পশ্চিমে ফাউলারের একজন স্বতন্ত্র সংসদ সদস্য এবং তিনি বলেন, তার সম্প্রদায়ে রাজনৈতিক জ্ঞানের ঘাটতি রয়েছে।

তিনি বলেন, এর ফলে কিছু অভিবাসী একইভাবে ভোট দিতে থাকেন, বিশেষ করে ভিয়েতনামি সম্প্রদায়ে এটি দেখা যায়।

ডাই বলেন, তার নির্বাচনী এলাকায় লোকজন ঐতিহ্যবাহী বাম-ডান রাজনীতিকে গুরুত্ব দেয় না।
রাজনীতি নিয়ে আমার সম্প্রদায়ের চিন্তাভাবনা নেই বললেই চলে
ডাই লে, সিডনির দক্ষিণ-পশ্চিমে ফাউলারের স্বতন্ত্র সংসদ সদস্য
এই নির্বাচনে তার এলাকার অভিবাসী সম্প্রদায়ের প্রধান উদ্বেগ জীবিকা ও দৈনন্দিন খরচ।

অস্ট্রেলিয়ার নানা প্রান্তে চীনা এবং দক্ষিণ এশীয় সম্প্রদায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুখমানি খোরানা এই জনগোষ্ঠীর রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ নিয়ে গবেষণা করেছেন।

সহযোগী অধ্যাপক খোরানা বলেন, ফোকাস গ্রুপ থেকে যেটা বেরিয়ে এসেছে তা হলো – এই সম্প্রদায়ে রাজনৈতিক এবং গণমাধ্যমে দক্ষ ব্যক্তিরা মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করছেন, ভুল তথ্য ও বিভ্রান্তি দূর করতে সাহায্য করছেন।

মোহিব ইকবাল অস্ট্রেলিয়ার আফগান সম্প্রদায়ের একজন সদস্য।

তার মতে, বিভিন্ন সম্প্রদায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট পক্ষকে সমর্থন করে।

মোহিব বলেন, রাজনীতিবিদদের ব্যবহৃত ভাষা খুব গুরুত্বপূর্ণ।

ভোট দেওয়ার সময় আফগান সম্প্রদায় দুটি মূল বিষয়ে গুরুত্ব দেয় – অভিবাসন এবং অর্থনৈতিক সুযোগ।

ডাই বলেন, এই নির্বাচনে তার সম্প্রদায়েও অভিবাসন নীতিগুলো গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো অভিবাসীদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেয় না, তবে তাদের আকৃষ্ট করতে চায়।

সহযোগী অধ্যাপক খোরানা বলেন, এশীয় অভিবাসী সম্প্রদায়গুলো কিছু বিষয় বিবেচনা করে ভোট দেয় এবং এ কারণে তারা "সুইং ভোটার" বা দোদুল্যমান ভোটার।

তিনি আশা করেন, অস্ট্রেলিয়ান রাজনৈতিক দলগুলো চীনা ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের রাজনৈতিক সচেতনতা নিয়ে তার গবেষণা কাজে লাগাবে এবং অভিবাসীদের অস্ট্রেলিয়ার নির্বাচনী ব্যবস্থা বোঝাতে সাহায্য করবে।

এসবিএস এক্সামিনসের এই পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায় কীভাবে রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন

এসবিএস বাংলার আরও 
শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share

Recommended for you