ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ; অস্ট্রেলিয়াতেই পাওয়া যাচ্ছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র

Bangladesh Politics Explainer

FILE- Anti-government protesters celebrate outside the Bangladesh Parliament, current interim government of Bangladesh led by Dr. Mohammed Younus has taken intiative to ensure voting rights for non-resident Bangladeshis. Source: AP / Abid Hasan/AP

বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন উইং-এর মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি অস্ট্রেলিয়া সফর করেছেন। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো—অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের (NRBs) জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা।


এই উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে একটি কমিউনিটি সভার আয়োজন করা হয়েছিল গত ১৫ই এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

সভায় এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের ডিরেক্টর জেনারেল এ এস এম হুমায়ুন কবীর প্রবাসীরা যেভাবে এনআইডি পাবেন সে বিযয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় মেলবোর্নের প্রবীণ গন্যমান্য ব্যক্তিরাসহ বেশ কিছু বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
IMG_3339.jpg
ASM Humayun Kabir, Director General of the NID Registration Wing of Bangladesh EC, presented detailed information on how expatriates will get NID. Credit: SBS
মি. কবীর অনুষ্ঠানে ডাটা প্রাইভেসিসহ এনআইডি আবেদনের নানা প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বসেই এখন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা এনআইডি বা স্মার্ট কার্ড, এমনকি ভোটার হওয়ার আবেদন করতে সক্ষম হবেন।

অনুষ্ঠান আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ এবং ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোর্শেদ কামাল সক্রিয়ভাবে সহায়তা করেন।
IMG_3338.jpg
Murad Yusuf, President of the Australia Bangladesh Chamber of Commerce and Industries. Credit: SBS
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের ডিরেক্টর জেনারেল এ এস এম হুমায়ুন কবীর এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ এসবিএস বাংলারা সাথে কথা বলেছেন।

তাদের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 



Share