এই উপলক্ষে অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর উদ্যোগে একটি কমিউনিটি সভার আয়োজন করা হয়েছিল গত ১৫ই এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
সভায় এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের ডিরেক্টর জেনারেল এ এস এম হুমায়ুন কবীর প্রবাসীরা যেভাবে এনআইডি পাবেন সে বিযয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভায় মেলবোর্নের প্রবীণ গন্যমান্য ব্যক্তিরাসহ বেশ কিছু বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ASM Humayun Kabir, Director General of the NID Registration Wing of Bangladesh EC, presented detailed information on how expatriates will get NID. Credit: SBS
তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বসেই এখন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা এনআইডি বা স্মার্ট কার্ড, এমনকি ভোটার হওয়ার আবেদন করতে সক্ষম হবেন।
অনুষ্ঠান আয়োজনে অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট মুরাদ ইউসুফ এবং ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোর্শেদ কামাল সক্রিয়ভাবে সহায়তা করেন।

Murad Yusuf, President of the Australia Bangladesh Chamber of Commerce and Industries. Credit: SBS
তাদের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়