জিলং-এ সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক শিক্ষার্থী তীর্থর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যা জানা যাচ্ছে

IMG_3186.jpg

The photo above shows the spot of the tragic death of international student Tirtha in a road accident in Geelong. Credit: Sanjay Chakraborty

গত ৬ এপ্রিল রাত ৮টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে বাংলাদেশি শিক্ষার্থী তীর্থ বিশ্বাস প্রাণ হারান। তার মৃত্যু, মরদেহ বাংলাদেশে পাঠানো এবং তার সম্পর্কে কথা বলেছেন তার পারিবারিক বন্ধু সঞ্জয় চক্রবর্তী।


বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী তীর্থ বিশ্বাস ঘটনার রাতে পিজা ডেলিভারির কাজ করছিলেন। দুর্ঘটনায় তার গাড়িটি একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। হাতে এপল ওয়াচের এসওএস সংকেত পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তীর্থকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মাত্র এক বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তার স্ত্রী ঋতিকা চৌধুরী এ বছরের ফেব্রুয়ারিতে আসেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান তীর্থ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা ছিলেন।


Share